ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

থাইল্যান্ডকে মংলা বন্দর ব্যবহারের অনুরোধ

প্রকাশিত: ০৫:৫০, ৩ আগস্ট ২০১৫

থাইল্যান্ডকে মংলা বন্দর ব্যবহারের অনুরোধ

শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের (এসসিবি) চেয়ারম্যান রেজাউল করিম থাইল্যান্ড সফরকালে গত শুক্রবার থাইল্যান্ড ন্যাশনাল শিপার্স কাউন্সিলের (টিএনএসসি) চেয়ারম্যান নপ্পরন থেপসিদার সঙ্গে ব্যাংককে টিএনএসসি’-এর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতকালে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এসসিবির চেয়ারম্যান এ সরকারের আমলে বাংলাদেশের সমুদ্র বন্দর বিশেষ করে মংলা বন্দরের অবকাঠামো অনেক উন্নয়ন হয়েছে বলে অবহিত করেন এবং থাইল্যান্ড থেকে বাংলাদেশে রফতানির কাজে মংলাবন্দর ব্যবহারের অনুরোধ জানান। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য ও হস্তশিল্পসহ অন্যান্য পণ্য থাইল্যান্ডে আমদানির ব্যাপারে ভূমিকা রাখার জন্য অনুরোধ জানান। অপর দিকে থাইল্যান্ড ন্যাশনাল শিপার্স কাউন্সিলের চেয়ারম্যান ব্যাংককের সমুদ্র বন্দরের সুবিধাসমূহ তুলে ধরেন এবং বিভিন্ন পণ্য আমদানি-রফতানি বাণিজ্যে তাঁদের ভূমিকার বিষয়ে এসসিবি’র চেয়ারম্যানকে অবহিত করেন।- অর্থনৈতিক রিপোর্টার
×