ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পিকেকে বাহিনীর ওপর তুরস্কের বিমান হামলায় নিহত ২৬০

প্রকাশিত: ০৫:৫৬, ৩ আগস্ট ২০১৫

পিকেকে বাহিনীর ওপর তুরস্কের বিমান হামলায় নিহত ২৬০

ইরাকের কুর্দিস্তান এলাকার বেসামরিক লোকদের থেকে তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী পিকেকে বাহিনীকে সরে যেতে বলা হয়েছে। তুরস্কের বিমান হামলার প্রেক্ষাপটে এ আহ্বান জানানো হয়। এক সপ্তাহ আগে পিকেকে লক্ষ্য করে শুরু হওয়া হামলায় বেসরকারী লোক নিহত হওয়ায় এ আহ্বান জানানো হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। খবর বিবিসির। তুরস্কের সরকারী সংবাদ সংস্থা জানিয়েছে, তুরস্কের হামলা শুরু হওয়ার পর থেকে ইরাকের উত্তরাঞ্চলে প্রায় ২৬০ কুর্দিযোদ্ধা নিহত হয়েছে। যদিও পিকেকে হতাহতের কোন সংখ্যা প্রকাশ করেনি। তুরস্ক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীটির ঘাঁটিকে লক্ষ্য করে শত-শতবার বিমান হামলা করেছে। ইরাক-তুরস্ক সীমান্তে এ হামলাগুলো হয়েছে। একই সময়ে তুর্কি সীমান্তে ইসলামিক স্টেটের (আইএস) উপরও হামলা পরিচালিত হয়। যা সিরিয়া সংঘাতে তাদের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। তুরস্ক ইতোপূর্বে সিরিয়াযুদ্ধে যুক্ত হয়নি। অপর এক খবরে জানা গেছে, ইরাকের কুর্দিস্তানের রাজধানী আরবিলের পূর্বঞ্চালে রাওয়ানদাজে সারারাত ধরে তুরস্ক বিমান হামলা চালিয়েছে। স্থানীয় কর্মকর্তা জানিয়েছে, হামলায় জারকেল শহরে ৬ ব্যক্তি নিহত ও অনেকে আহত হয়েছে। তারা প্রতিবেদনে আরও জানিয়েছে, অন্তত দুজন মহিলা হতাহতদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল।
×