ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ৫

প্রকাশিত: ০৬:০৬, ৩ আগস্ট ২০১৫

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ৫

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় বগুড়ায় পথচারী, চট্টগ্রামে শিক্ষার্থী, গাইবান্ধায় বৃদ্ধ, ভালুকায় শ্রমিক এবং ভাঙ্গায় বৃদ্ধ নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। বগুড়া ॥ রবিবার দুপুরে বগুড়ায় বাইপাস সড়কের ছিলিমপুর এলাকায় বগুড়া মেডিক্যাল কলেজের সামনে ট্রাকচাপায় অজ্ঞাত এক পথচারীর (৩০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন ওই ট্রাকে অগ্নিসংযোগ করে। পুলিশ ট্রাকচালক আব্দুল হানানকে (২৮) আটক করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর দেড়টার দিকে মেডিক্যাল কলেজের প্রথম গেটের সামনে রাস্তা পার হওয়ার সময় এক পথচারীকে চারমাথাগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে সে ট্রাকের সামনের বাম্পারে আটকে যায়। এ সময় স্থানীয় লোকজন ট্রাকটি থামাতে বললে চালক ট্রাক না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। একপর্যায়ে ওই পথাচারী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। চট্টগ্রাম ॥ নগরীর পতেঙ্গা থানার এয়ারপোর্ট সড়কের বিজয়নগর এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি বাসের চাপায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক স্কুলশিক্ষার্থীর। আল আমিন (১০) নামের ওই শিশু পতেঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল। শনিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গাইবান্ধা ॥ গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কে মাইক্রোবাসের নিচে চাপা পড়ে রবিবার দুপুরে আলতাফ হোসেন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত আলতাফ হোসেন উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের দরবেশ মোল্যার ছেলে। ভালুকা, ময়মনসিংহ ॥ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হবিরবাড়ি ড্রাইভারপাড়ায় রবিবার সকালে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস পাইওনিয়ার মিলের শ্রমিক শেরপুর জেলার চান্দেরনগর গ্রামের নুরুছ আলীর পুত্র আজিজুল হককে (২৩) চাপা দিলে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তিনি মারা যান। ভাঙ্গা, ফরিদপুর ॥ ভাঙ্গা উপজেলায় ঢাকা-মাওয়া রোডে রবিবার সকালে মালিগ্রাম বাজারের নিকট সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং এক পুলিশ কনস্টেবলসহ দু’জন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
×