ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাবনার অবৈধ সার্টিফিকেট বিক্রেতা কফিল গ্রেফতার

প্রকাশিত: ০৬:০৭, ৩ আগস্ট ২০১৫

পাবনার অবৈধ সার্টিফিকেট বিক্রেতা  কফিল গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২ আগস্ট ॥ শিক্ষা প্রতিষ্ঠানের নামে সার্টিফিকেট বিক্রি করে বিপুল সম্পদ অর্জনকারী বহুল আলোচিত ড. মোল্লা কফিল উদ্দিনকে দুর্নীতি দমন কমিশন গ্রেফতার করেছে। তাকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আবু বকর কদবানু টেক্সটাইল ইনস্টিটিউট, পাবনা মেডিকেল টেকনিকেল ইনস্টিটিউট ও পাবনা নার্সিং ইনস্টিটিউটসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সাইনবোর্ড টানিয়ে সার্টিফিকেট বিক্রি করে বিপুল বিত্ত বৈভবের মালিক হয়েছে মোল্লা কফিল উদ্দিন। পাবনা দুর্নীতি দমন কমিশন মোল্লা কফিলের বিরুদ্ধে অবৈধ উপায়ে অর্থ সম্পদ অর্জনের অভিযোগে তার ও স্ত্রীর নামের সম্পদের তালিকা জমা দেয়ার নির্দেশ দেয়। মোল্লা কফিল তার নামে এক লাখ ও স্ত্রী মাহমুদুন্নাহারের ৩৫ লাখ টাকার সম্পদের তথ্য জমা দেয়। অথচ দুর্নীতি দমন কমিশনের তদন্তে মোল্লা কফিলের নামে ৩৬ লাখ ৪৪ হাজার ও স্ত্রীর নামে ৪৩ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের সন্ধান মিলেছে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন ২০১৪ সালে ২ জুন মোল্লা কফিল ও তার স্ত্রীর বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করে বলে জানান দুদক সহকারী পরিচালক রবীদ্রনাথ চাকী। সুযোগ সন্ধানী মোল্লা কফিল উদ্দিন জোট আমলে পাবনা-৫ আসনের জামায়াত এমপি মওলানা আব্দুস সোবহানের প্রিয়ভাজন ছিল।
×