ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চকরিয়ায় যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়

প্রকাশিত: ০৬:০৯, ৩ আগস্ট ২০১৫

চকরিয়ায় যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত  ভাড়া আদায়

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ ঘূর্ণিঝড় কোমেনের প্রভাব ও ভারি বর্ষণে চকরিয়ার সড়ক-উপসড়কগুলো নষ্ট হওয়ায় ওখানে চলাচলরত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার মহাসড়ক ছাড়াও অভ্যন্তরীণ একাধিক সড়কে যাত্রীদের অনেকটা জিম্মি করে অন্য সময়ের চেয়ে দুই-তিনগুণ ভাড়া আদায় করছে পরিবহন সংশ্লিষ্টরা। চকরিয়া থানার রাস্তার মাথা এলাকা থেকে চাঁদের গাড়ি (জীপ) যোগে বদরখালী যেতে অন্য সময় ভাড়া লাগত ৩০-৩৫ টাকা। বর্তমানে আদায় করা হচ্ছে মাথাপিছু এক শ’ টাকা হারে। বাধ্য হয়ে এক শ’ টাকা ভাড়ায় বদরখালীতে যেতে হচ্ছে স্থানীয়দের। জানা গেছে, বন্যায় সড়ক নষ্ট ও অটোরিক্সা বন্ধের আদেশ জারি হওয়ার পর চকরিয়া বদরখালী মহেশখালী কেবি জালাল উদ্দিন সড়ক পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের কতিপয় শ্রমিক সড়কে যাত্রীদের জিম্মি করে শনিবার থেকে অতিরিক্ত ভাড়া নিতে শুরু করে।
×