ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জুভেন্টাসকে হারিয়ে চ্যাম্পিয়ন মার্শেই

প্রকাশিত: ০৬:১৬, ৩ আগস্ট ২০১৫

জুভেন্টাসকে হারিয়ে চ্যাম্পিয়ন মার্শেই

স্পোর্টস রিপোর্টার ॥ ফরাসী ক্লাব অলিম্পিক মার্শেইয়ের কাছে ২-০ গোলে হেরে রবার্ট লুইস-ডারফিউস ট্রফি হাতছাড়া করেছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। শনিবার রাতে ক্লাব প্রীতি ম্যাচে দুর্দান্ত খেলে শিরোপা জয়ের উচ্ছ্বাসে ভাসে মার্শেই। স্টেডে ভেলোডেমায় ম্যাচের শুরু থেকেই অতিথি জুভেন্টাসকে চেপে ধরে মার্শেই। ৩৫ মিনিটে রোমানিয়া আলেসান্দ্রিনির গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের ৪৪ মিনিটে জুভেন্টাসের স্টেফেন লিচেস্টিনার মারাত্মক ফাউল করলে রেফারি তাকে সরাসরি লালকার্ড দেখান। ফলে দশজনের দলে পরিণত হয় সিরি এ চ্যাম্পিনরা। বিরতির পর ম্যাচে ফিরতে জুভরা কয়েকটি আক্রমণ চালালেও উল্টো ৮৪ মিনিটে দ্বিতীয় গোল হজম করে। মার্শেইয়ের হয়ে লক্ষ্যভেদ করেন আবডেল। শেষ পর্যন্ত দুই গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসী লীগ ওয়ানের দলটি। ক্লাব প্রীতি ম্যাচে জার্মানির তুলনামূলক দুর্বল ক্লাব স্টুটগার্টের কাছে ৪-২ গোলের ব্যবধানে হেরেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের প্রথমার্ধেই এক হালি গোল করে বুন্দাসলিগার দলটি। মার্সিডিস-বেঞ্জ-এ্যারানায় শুরু থেকেই ম্যানসিটিকে চাপে রাখে স্বাগতিকরা। এরই সুবাদে ম্যাচের ১৫ মিনিটে ফিলিপ কোস্টিক গোল করে স্টুটগার্টকে এগিয়ে নেন। ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ড্যানিয়েল ডিডাভি। ৩৬ ও ৩৭ মিনিটে ড্যানিয়েল জিনচেজক জোড়া গোল করলে ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জার্মান ক্লাবটি। বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া সিটি আক্রমণাত্মক খেলতে থাকে। ম্যাচের শেষ ফলও পায় সফরকারীরা। ৮৪ মিনিটে কেলেচি লেহনাচো গোল করে ব্যবধান ৪-১ এ আনেন। আর নির্ধারিত সময়ের এক মিনিট আগে এডিন জেকো আরেকটি গোল করলে ব্যবধান দাঁড়ায় ৪-২। শেষ পর্যন্ত এই ফলাফলেই ম্যাচ শেষ হয়। আরেক প্রীতি ম্যাচে এইজেকেকে ২-০ গোলে হারিয়ে সহজ জয় পেয়েছে লিভারপুল। জয়ী দলের হয়ে একটি করে গোল করেন ডিভোক ওরিগি ও ফিলিপ কাউটিনহো। হেলসিংগিন অলিম্পিয়া স্টেডেনোতে ম্যাচের শুরু থেকে দু’দলই দারুণ লড়াই করতে থাকে। বিরতির পর ৭৩ মিনিটে ওরিগির গোলে এগিয়ে যায় লিভারপুল। ছয় মিনিট পর ইংলিশ ক্লাবটিকে দুই গোলে এগিয়ে নেন ব্রাজিলিয়ান কাউটিনহো।
×