ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

একেই বলে বুমেরাং

প্রকাশিত: ০৫:৪৭, ৪ আগস্ট ২০১৫

একেই বলে বুমেরাং

আর্মাডিলোকে গুলি করলে, সে গুলি বুমেরাং হয়ে ফিরে এসে বিদ্ধ করেছে এর শূটারকে। এমন ঘটনা ঘটেছে টেক্সাসের পূর্বাঞ্চলীয় মারিয়েটা এলাকায়। আর্মাডিলো ঐ ব্যক্তির জমিতে ঢুকে পড়লে তিনি হাতের রাইফেল দিয়ে পরপর তিনটি গুলি ছোড়েন। একটি গুলিও জায়গামতো লাগাতে পারেননি। একটি গুলি লাগাতে পেরেছিলেন আর্মাডিলোর শরীরের শক্ত আবরণীতে। আর তাতেই ঘটে যায় বিপত্তি। আবরণীটি এতই শক্ত ছিল যে গুলিটি তাতে ধাক্কা খেয়ে শূটারের কাছে ফিরে এসে তাকেই আহত করে। আর্মাডিলোর শরীর শক্ত আবরণ দিয়ে ঢাকা। আর এটি বাইরের আঘাত থেকে নিজেকে বাঁচাতে যে কোন সময় শরীরকে গুটিয়ে নিতে পারে। সে কারণেই ওই ব্যক্তি যখন প্রাণীটিকে উদ্দেশ করে গুলি ছোড়েন তখন সেটি ফিরে এসে তার চোয়ালে আঘাত করে। এতে গুরুতর জখম হয়ে হাসপাতালে যেতে হয়েছে টেক্সাসের সেই শূটারকে। আর যে প্রাণীটিকে গুলি করা হয়েছে, তার কোন খোঁজ আর পাওয়া যায়নি। এটির ভাগ্যে কী ঘটেছে তা জানাও যায়নি। তবে প্রাণী হত্যার চেষ্টার এ ঘটনা টেক্সাসে বেশ সমালোচনার সৃষ্টি করেছে। ইতোমধ্যে পরিবেশবাদী ও প্রাণী সংরক্ষণবাদীরা শূটারের এ আক্রমণের তীব্র নিন্দা করেছে। সূত্র : ইন্টারনেট
×