ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যৌতুক মামলা

চট্টগ্রামে বেসরকারী বিমান কর্মকর্তা শ্রীঘরে

প্রকাশিত: ০৫:৫৪, ৪ আগস্ট ২০১৫

চট্টগ্রামে বেসরকারী বিমান কর্মকর্তা শ্রীঘরে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ যৌতুকের দাবি ও নৈতিক স্খলনজনিত কর্মকা-ের অভিযোগে চট্টগ্রামে স্ত্রীর দায়ের করা মামলায় শ্রীঘরে স্বামী। আসামি মিঠুন ঘোষ একটি বেসরকারী বিমান সংস্থার কর্মকর্তা। সোমবার চট্টগ্রামের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়। মামলার বিবরণে জানা যায়, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের বাসিন্দা মিঠুন ঘোষের (২৯) সঙ্গে নগরীর কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকার জনৈক ওমর কান্তি দাশের কন্যা দৃষ্টি দাশের বিয়ে হয় গত বছরের ১৩ অক্টোবর। সনাতন ধর্মীয় রীতি অনুসারে এই বিয়ে সম্পন্ন হয়। বরযাত্রী আপ্যায়ন, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র এবং মূল্যবান সব উপহার প্রদান করা হয় বরপক্ষকে। স্বামী মিঠুন ঘোষ বেসরকারী একটি বিমান সংস্থার কর্মকর্তা। অভিযোগ করা হয়, তার সঙ্গে কতিপয় দেশী-বিদেশী মহিলার সম্পর্ক স্থাপিত হয়। এতে তার চারিত্রিক স্খলন ঘটতে থাকে। এছাড়া শ্বশুর পক্ষের কাছ থেকে আরও ১৫ লাখ টাকা যৌতুকের দাবি ছিল মিঠুনের পরিবারের। এ নিয়ে স্ত্রী দৃষ্টি দাশের ওপর চলতে থাকে অমানুষিক নির্যাতন। গত ২৪ জানুয়ারি তাকে পিটিয়ে ঘর থেকে বের করে দেয়া হয়। তবে সনাতন ধর্মে দ্বিতীয় বিয়ের রীতি না থাকায় দু’পক্ষের বোঝাপড়ায় দৃষ্টিকে ফের ওই সংসারে দেয়া হয়। কিন্তু নির্যাতন বন্ধ হয় না। সর্বশেষ গত ৩১ মে স্ত্রী দৃষ্টি দাশকে বেধড়ক পেটানো হয়। এ অবস্থায় তিনি স্বামীর বিরুদ্ধে সিএমপির কোতোয়ালি থানায় নারী নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।
×