ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অপহরণ নিয়ে কন্ট্রোল রিস্কের প্রতিবেদন মনগড়া ॥ পুলিশ সদর দফতর

প্রকাশিত: ০৫:৫৮, ৪ আগস্ট ২০১৫

অপহরণ নিয়ে কন্ট্রোল রিস্কের প্রতিবেদন  মনগড়া ॥ পুলিশ  সদর দফতর

স্টাফ রিপোর্টার ॥ “কন্ট্রোল রিস্কের প্রতিবেদনে অপহরণের শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ” শিরোনামে ঢাকার কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত সংবাদকে মনগড়া ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছে পুলিশ সদর দফতর। পুলিশের ভাষ্যমতে, কন্ট্রোল রিস্কের প্রতিবেদনটি অন্যান্য রিপোর্টের সঙ্গেও সাংঘর্ষিক। এর গ্রহণযোগ্যতাও প্রশ্নবিদ্ধ। সোমবার পুলিশ সদর দফতরের এআইজি (এমএ্যান্ডপিআর) নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অপহরণ নিয়ে পৃথিবীর নানা দেশের নানা সংস্থার রিপোর্ট রয়েছে। পর্যবেক্ষণে দেখা যায়- লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সতর্ককারী সংস্থা ‘হেল্প বিল্ড পিস’ এর প্রতিবেদনে অপহরণের অপরাধ সংঘটনে ঝুঁকিপূর্ণ শীর্ষ দশ বাংলাদেশের নাম নেই। ৬ মার্চ ২০১৫ তারিখে অস্ট্রেলীয় সরকার প্রণীত “কিডন্যাপিং থ্রেট ওয়ার্ল্ডওয়াইড” শীর্ষক প্রতিবেদনে অপহরণে ‘সবচেয়ে ঝুঁকিপূর্ণ’ দেশগুলোর মধ্যে বাংলাদেশের নাম নেই। লন্ডনভিত্তিক আরেকটি সংস্থা ‘রেড ২৪’ ২০১৫ সালে যে শীর্ষ অপহরণ আক্রান্ত দশটি দেশের তালিকা প্রকাশ করেছে সেখানেও বাংলাদেশের নাম নেই।
×