ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ছিটমহলগুলোতে সিএসআর ব্যয়ের নির্দেশনা

প্রকাশিত: ০৬:০৩, ৪ আগস্ট ২০১৫

ছিটমহলগুলোতে সিএসআর ব্যয়ের নির্দেশনা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের মানচিত্রে সদ্য অন্তর্ভুক্ত অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে সিএসআর ব্যয় করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত রবিবার বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেয়া হয়। এতে ব্যাংকগুলোর উদ্দেশে বলা হয়, দীর্ঘ ৬৮ বছর পর দহগ্রাম-আঙ্গরপোতাসহ ১১১টি ছিটমহল বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়েছে। এ অঞ্চলে বসবাসরত ভাগ্যাহত ও সুবিধাবঞ্চিত জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম অংশগ্রহণ করা আবশ্যক। এরই ধারাবাহিকতায় আপনাদের সিএসআর বাজেট হতে এতদাঞ্চলের বাসিন্দাদের জীবনযাত্রার মানোন্নয়নে অগ্রাধিকারমূলক সিএসআর কার্যক্রম গ্রহণ করার জন্য আপনাদের পরামর্শ দেয়া যাচ্ছে।
×