ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এইমসের দুই ফান্ডের অবসায়নের উদ্যোগ

প্রকাশিত: ০৬:০৪, ৪ আগস্ট ২০১৫

এইমসের দুই ফান্ডের  অবসায়নের উদ্যোগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি এইমস পরিচালিত ২টি মিউচুয়াল ফান্ড অবসায়নের উদ্যোগ নিয়েছে ট্রাস্টি প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি)। ফান্ড দুটি হচ্ছে - এইমস ফার্স্ট গ্যারান্টেড মিউচুয়াল ফান্ড ও গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ানঃ স্কিম ওয়ান। ফান্ড দুটি অবসায়নের উদ্যোগের বিষয় ইতোমধ্যে নিয়ন্ত্রক সংস্থাগুলোকে জানিয়েছে ট্রাস্টি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তবে শেষ পর্যন্ত ফান্ড দুটি অবসায়নের পরিবর্তে মেয়াদী মিউচুয়াল ফান্ড থেকে বে-মেয়াদী মিউচুয়াল ফান্ডেও রূপান্তর হতে পারে। এটি নির্ভর করবে এই দুই ফান্ডের ইউনিটধারীদের মতামতের ওপর। চলতি বছরের ৩১ ডিসেম্বর এইমস ফার্স্ট গ্যারান্টেড মিউচুয়াল ফান্ড ও গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ানঃ স্কিম ওয়ানের মেয়াদ শেষ হচ্ছে। তাই এ সময়ের পর হয় এ দুটিকে অবসায়ন করতে হবে অথবা এগুলোকে মেয়াদী থেকে বে-মেয়াদীতে রূপান্তর করতে হবে। ফান্ডগুলোর ইউনিটধারীদের সম্মতি সাপেক্ষে এগুলোকে বন্ধ না করে মেয়াদী ফান্ড থেকে বে-মেয়াদী ফান্ডে রূপান্তর করা যাবে। এর জন্য ইউনিটধারীদের সভা আহ্বান করতে হবে ট্রাস্টিকে। ওই সভায় উপস্থিত ইউনিটধারীদের ৪ ভাগের ৩ ভাগ ইউনিটধারীরা সম্মতি দিলেই কেবল তা করা সম্ভব হবে। এ বিষয়ে বিজিআইসি ট্রাস্টির চেয়ারম্যান আনিসুজ্জামান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আমরা সাধারণ সভা আহ্বান করব। ওই সভায় ইউনিটহোল্ডারদের সম্মতি পেলে এগুলোকে বে-মেয়াদী ফান্ডে রূপান্তর করা যাবে। আর তারা না চাইলে আইন অনুযায়ী সব সিদ্ধান্ত নেয়া হবে।
×