ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অকারণে দর বাড়ছে বিএসআরএম স্টিলের

প্রকাশিত: ০৬:০৪, ৪ আগস্ট ২০১৫

অকারণে দর বাড়ছে বিএসআরএম স্টিলের

টানা শেয়ারের দর বাড়ার পেছনে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল কোন তথ্য নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেড। দর বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে এ জবাব দিয়েছে কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য পর্যালোচনায় দেখা যাচ্ছে, গত ১০ কার্যদিবসের মধ্যে ৮ কার্যদিবসে বিএসআরএমের শেয়ারের দর টানা বেড়েছে। ১৩ জুলাই কোম্পানির শেয়ারের দর ছিল ৬৯.৮০ টাকা। এরপর দর বেড়ে ২ আগস্ট কোম্পানির দর ১০৫.৩ টাকায় গিয়ে দাঁড়ায়। এ সময়ে কোম্পানির শেয়ারের দর বেড়েছে ৩৫.৫ টাকা। দর বাড়ার এ হার ৫০.৮৬ শতাংশ। কোম্পানির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। Ñঅর্থনৈতিক রিপোর্টার
×