ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অভিবাসন প্রত্যাশীদের ওপর কেমিক্যাল ছুড়ল ফরাসী পুলিশ

প্রকাশিত: ০৬:০৬, ৪ আগস্ট ২০১৫

অভিবাসন প্রত্যাশীদের  ওপর কেমিক্যাল ছুড়ল ফরাসী পুলিশ

ফরাসী দাঙ্গা পুলিশ ক্যালে থেকে ব্রিটেনে যেতে ইউরোটানেল পার হওয়ার চেষ্টারত অভিবাসীদের ওপর ঝাঁঝালো রাসায়নিক পদার্থ ছিটিয়ে দেয়। খবর আলজাজিরার। রবিবার ২শ’য়েরও বেশি অভিবাসী ক্যালে থেকে সাগরের নিচের টানেল পার হওয়ার চেষ্টা করে। অভিবাসীরা টানেলের প্রবেশ পথে কয়েক স্তরের বেড়া ভেঙ্গে ফেলে। কিন্তু ফরাসী দাঙ্গা পুলিশ তাদের এক মোটরপথ থেকে সরিয়ে দেয় এবং তাদের ওপর ঝাঁঝালো রাসায়নিক পদার্থ ছিটিয়ে দেয়। হাজার হাজার অভিবাসী সাম্প্রতিক সপ্তাহগুলোতে টানেলে ঢোকার চেষ্টা চালায়। তারা ব্রিটেনগামী কোন ট্রেন বা লরিতে ওঠার আশা করে। এ বিপজ্জনক যাত্রায় যোগ দেয়ার চেষ্টা চালাতে গিয়ে জুন থেকে এ পর্যন্ত অন্তত ১০ অভিবাসী মারা যায়। এদিকে, ফ্রান্স ও ব্রিটেন বলেছে যে, টানেলের উভয় দিকে যান চলাচল অবরুদ্ধ এবং বাণিজ্যের ক্ষতিসাধন করেছে এমন সঙ্কটের অবসান করার দিকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়া হবে। দুটি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের রবিবার জারি করা এক যুক্ত বিবৃতিতে একথা বলা হয়। বিবৃতিতে বলা হয়, উভয় দেশই সমস্যা মোকাবেলায় এক সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। তারা মরিয়া হয়ে ওঠা অভিবাসীদের ব্রিটেনে ঢোকার আরও চেষ্টা রোধ করতে নিরাপত্তা জোরদার করেছে। বিবৃতিতে একথা বলা হয়। এর এক দিন আগে ব্রিটিশ শহর ফকস্টোনের ইউরোটানেল টার্মিনালে অভিবাসীদের পক্ষে ও বিপক্ষে বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়।
×