ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অবকাশযাপন সংক্ষিপ্ত করে ফ্রান্স ত্যাগ সৌদি বাদশাহর

প্রকাশিত: ০৬:০৮, ৪ আগস্ট ২০১৫

অবকাশযাপন সংক্ষিপ্ত  করে ফ্রান্স ত্যাগ সৌদি বাদশাহর

গণঅসন্তোষের মুখে ফ্রান্সের রিভেরায় অবকাশযাপন সংক্ষিপ্ত করে চলে গেছেন সৌদি আরবের বাদশাহ সালমান। বিবিসি জানিয়েছে, তিন সপ্তাহ অবকাশ কাটানোর পরিকল্পনা নিয়ে ফরাসী রিভেরার শহর ভ্যালাউরিসে এসেছিলেন বাদশাহ সালমান। তার সঙ্গে আর এক হাজার বিত্তশালী সফরসঙ্গী ছিলেন। ভ্যালাউরিসে সালমানের একটি প্রাসাদোপম বাড়ি আছে। সমুদ্রতীরবর্তী এই বাড়িটিতে সালমনের অবস্থানের সময় নিরাপত্তাজনিত কারণে বাড়ির ঠিক নিচের সৈকতটিতে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছিল ফরাসী কর্তৃপক্ষ। কিন্তু সাধারণ সৈকত বন্ধ করার কর্তৃপক্ষীয় সিদ্ধান্তে আপত্তি তোলে ভ্যালাউরিসের বাসিন্দারা। সিদ্ধান্তটির সমালোচকরা এই পদক্ষেপকে ফ্রান্সের সমতা আইনের লঙ্ঘন বলে দাবি করেন। এরপর এই সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা একটি পিটিশনে এক লাখেরও বেশি ফরাসী সই করেন। এই পরিস্থিতিতে রবিবার আট দিন অবস্থানের পর সফর সংক্ষিপ্ত করে ভ্যালাউরিস ছেড়ে চলে যান বাদশাহ সালমান। ফ্রান্স থেকে বিমানে করে তিনি মরক্কো চলে গেছেন বলে জানিয়েছেন ফরাসী কর্মকর্তারা। তার সঙ্গে তার সফরসঙ্গীদের একটি বড় অংশও চলে গেছেন বলে জানিয়েছেন রিভেরা আঞ্চলের কর্মকর্তা ফিলিপ কাস্তানেত।Ñওয়েবসাইট
×