ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হুতি বিদ্রোহীদের প্রবল প্রতিরোধ

বিমান ঘাঁটি পুনর্দখলে হাদি বাহিনীর অবরোধ শুরু

প্রকাশিত: ০৩:৪৮, ৫ আগস্ট ২০১৫

বিমান ঘাঁটি পুনর্দখলে হাদি বাহিনীর অবরোধ শুরু

ইয়েমেনের নির্বাসিত প্রেসিডেন্ট আবদুু রাব্বু মনসুর হাদির অনুগত বাহিনী হুতি বিদ্রোহীদের হাত থেকে আল-আনাদ সামরিক ঘাঁটি পুর্নদখলে অবরোধ শুরু করেছে। তারা ঘাঁটিটির নিয়ন্ত্রণ গ্রহণের জন্য বড় ধরনের হামলা শুরু করেছে। সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর সৈন্যরা এডেন পুনর্দখলের পর শহরে ঢুকে এরপর সরকারের অনুগত বাহিনী ইয়েমেনের সবচেয়ে বড় বিমান ঘাঁটি পুনর্দখলের জন্য হামলা শুরু করে। খবর গার্ডিয়ান অনলাইনের। সরকারপন্থী বাহিনী ভারি অস্ত্রে সজ্জিত হয়ে এডেন শহরের ৩৫ মাইল উত্তরে বিদ্রোহী নিয়ন্ত্রিত আল-আনাদ ঘাঁটি দখলের হামলা অব্যাহত রেখেছে। এক সামরিক সূত্র জানায়, আল-আনাদ ঘাঁটি আবার দখল করতে যুদ্ধ শুরু হয়েছে। সোমবার হামলা শুরু হওয়ার পর শত শত সরকারী সৈন্য ও মিলিশিয়ার ট্যাংক এবং সাঁজোয়া যান মোতায়েন করেছে বলে কমান্ডার ফাদল হাসান জানান। এ সব সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে সৌদি নেতৃত্বাধীন বাহিনী। অপর এক সূত্র জানায়, সৌদি নেতৃত্বাধীন যুদ্ধ বিমানসমূহ অনুগত বাহিনীকে ছত্রছায়া দিয়ে যাচ্ছে। পার্বত্য এলাকার পশ্চিম দিক থেকে ঘাঁটিতে হামলা শুরু করেছে। দক্ষিণাঞ্চলীয় লাহজ প্রদেশের আল-আনাদ হলো মার্কিন বাহিনীর একটি ড্রোন ঘাঁটি। এটি আরব উপদ্বীপে আল-কায়েদার বিরুদ্ধে নজরদারির কাজ করত। মার্চ মাসে এটি ইরান সমর্থিত শিয়া হুতি বিদ্রোহীদের দখলে চলে যায়। এক কর্মকর্তা জানান, সোমবার মধ্য বিকেলে তাদের বাহিনী আল-আনাদ শহরে প্রবেশের জন্য পশ্চিমদিক থেকে হামলা চালায়। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণ দিকের ব্যর্থতার জন্য তাদের পদক্ষেপ সফল হয়নি। এখানে তারা হুতি বিদ্রোহীদের প্রবল প্রতিরোধের সম্মুখীন হয়। অনুগত বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সম্মুখ যুদ্ধ হচ্ছে।
×