ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিশ্বের সবচেয়ে বড় ছাতা

প্রকাশিত: ০৩:৫০, ৫ আগস্ট ২০১৫

 বিশ্বের সবচেয়ে বড় ছাতা

বিশ্বের সবচেয়ে বড় ছাতা বানিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলল চীন। ২৩ মিটার ব্যাসার্ধ এবং ১৪.৪ মিটার (৪৭ ফুট) লম্বা ছাতাটি বানিয়েছে পূর্ব চীনের জিইয়াংঝি প্রদেশের ছাতা প্রস্তুতকারী একটি কোম্পানি। ৫.৭ টন ওজনের এই চীনা ছাতাটি বসানো হয়েছে এক প্লাজায়। ২০১০ সালে ভারত এই গিনিস রেকর্ড তৈরি করেছিল। -জি নিউজ মশা থেকে বাঁচতে... মশার কামড় থেকে বাঁচতে নিশ্বাস বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যদিও অক্সিজেন গ্রহণে তাঁদের কোন আপত্তি নেই। সাবধানতা শুধু কার্বন-ডাই-অক্সাইড ত্যাগে। কারণ মশাকে নাকি আমাদের দেহ পর্যন্ত পৌঁছতে সাহায্য করে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস। সম্প্রতি প্রকাশিত একটি গবেষণাপত্রে এমনই তথ্য উঠে এসেছে। গবেষক ফ্লোরিস ভন ব্রিউগল, জেফ রিফেল, এ্যাড্রিনি ফেয়ারহল এবং মাইকেল এইচ ডিকিনসন জানিয়েছেন, মশাকে তার লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে কার্বন-ডাই-অক্সাইড। -সংবাদ প্রতিদিন
×