ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে ন্যাশনাল টি

প্রকাশিত: ০৪:০০, ৫ আগস্ট ২০১৫

মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে ন্যাশনাল টি

ব্রোকারেজ হাউসগুলোর কাছে মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, ন্যাশনাল টি ব্রোকারেজ হাউসগুলোর কাছে মার্জিন ঋণধারীদের বেনিফিসিয়ারি নাম (ডিপি) ব্যাংক হিসাবের বিস্তারিত ১২ আগস্টের মধ্যে জমা দেয়ার জন্য অনুরোধ করেছে। উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৪৩তম কমিশন সভায় মার্জিন ঋণধারীদের লভ্যাংশ সরাসরি তাদের এ্যাকাউন্টে না পাঠানোর নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়, ব্রোকার হাউস থেকে ঋণ নিয়ে (মার্জিন) শেয়ার কিনেছেন এমন বিনিয়োগকারীরা সরাসরি তালিকাভুক্ত কোম্পানি বা মিউচুয়াল ফান্ড ঘোষিত লভ্যাংশ পাবেন না। এ লভ্যাংশ জমা হবে ঋণদাতা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে। -অর্থনৈতিক রিপোর্টার সিএসই-৫০ সূচকে দুই কোম্পানি অন্তর্ভুক্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৫০ ইনডেক্স চূড়ান্ত করা হয়েছে। যেখানে নতুন দুই কোম্পানি অন্তর্ভুক্ত হয়েছে, যা কার্যকর হয়েছে ৩০ জুলাই থেকে। সিএসইর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। সূচকে নতুন করে যুক্ত হওয়া কোম্পানি দু’টি হলো : এসিআই ও লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড। আগের তালিকা থেকে বাদ পড়া কোম্পানি দু’টি হলো ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। -অর্থনৈতিক রিপোর্টার
×