ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুনতাসীর মামুন

সাকাচৌর রায় ও আদালত অবমাননা

প্রকাশিত: ০৫:৫০, ৫ আগস্ট ২০১৫

সাকাচৌর রায় ও আদালত অবমাননা

গরিবরা কি বিচার পায়? পায় না। পত্রিকায় দেখেছি অনেক গরিব নিরপরাধ এক দশক বা দু’দশকের বেশি জেলে পড়ে আছেন কোন শুনানি ছাড়া। ব্যবহারজীবীরা তাদের কাজের জন্য পারিশ্রমিক নেবেন ঠিক আছে, কিন্তু একবার মক্কেল ধরতে পারলে তার কি হেনস্থা হয় বিচারকরা নিশ্চয় তা জানেন। কারণ, তারা আগে ব্যবহারজীবী ছিলেন। এখানে মিথ্যা কি হলো? গরিবদের আইনজীবীরা পাত্তা দেন, এমন আশ্চর্য কথা কেউ কখনও শুনেছে। গরিব দূরের কথা, শুনেছি স্বদেশের পক্ষে এফিডেভিট ও দাঁড়াবার জন্য আওয়ামী লীগ নামধারী কাউকে রাজি করানো যায়নি। অথচ, বিভিন্ন রাজনৈতিক দলবদলকারী জনৈক রায় চৌধুরীর কাছে নামী-অনামী, দামী-অদামী আইনজীবীরা ধর্ণা দেন তাদের সহায়তা করার জন্য। আমি এসব বিশ্বাস করি না। শুনে একজন বলল, তাহলে আপনাকে কি রেকর্ড করে শোনাব? যাক, আমি এসব আলোচনা করব না। কারণ, আমার ক্ষেত্রে নামী-অনামী অনেক আইনজীবী দাঁড়িয়ে ছিলেন স্বেচ্ছায়। আমি তাদের কাজে কৃতজ্ঞ। সালাউদ্দিন কাদের নিয়েও মন্তব্য করেছেন স্বদেশ রায়। [বিস্তারিত চতুরঙ্গ পাতায়, পৃষ্ঠা-৭]
×