ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গর্ভস্থ শিশু গুলিবিদ্ধ

সুমনসহ তিন আসামি আদালতে ॥ ১০ দিনের রিমান্ড শুনানি রবিবার

প্রকাশিত: ০৬:০০, ৫ আগস্ট ২০১৫

সুমনসহ তিন আসামি আদালতে ॥ ১০ দিনের রিমান্ড শুনানি রবিবার

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৪ আগস্ট ॥ মাগুরায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গর্ভস্থ শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়েকৃত মামলায় প্রধান আসামি সেন সুমন এবং অপর ২ আসামি সাগর ও বাপ্পীকে মঙ্গলবার দুপুরে মাগুরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর বিচারক ফারহা মামুনের আদালতে হাজির করা হয়। আদালতে সোপর্দ ৩ আসামির মধ্যে প্রধান আসামি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সেন সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়। মাগুরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর বিচারক রবিবার রিমান্ডের আবেদনের ওপর শুনানির দিন ধার্য করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। সেন সুমনকে রবিবার ঢাকার কল্যাণপুর থেকে ব্যার-৪ গ্রেফতার করেছিল। অন্যদিকে মামলার ৭ এবং ৮ নং আসামি বাপ্পী ও সাগরকে সোমবার বিকেলে ঢাকার সাইনবোর্ড এলাকা থেকে মাগুরা ডিবি পুলিশ গ্রেফতার করে। মামলার এজাহারভুক্ত মোট ১৬ আসামির মধ্যে ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ডিবি ও র‌্যাব সদস্যরা। গত ২৩ জুলাই শহরের দোয়ার পাড় এলাকায় যুবলীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিতে নিহত হন আব্দুল মমিন ভূঁইয়া। গর্ভস্থ শিশুসহ গুলিবিদ্ধ হন নাজমা বেগম। নিহত মমিনের পুত্র রুবেল মিয়া বাদী হয়ে সদর থানায় ১৬ জনের নামে মামলা দায়ের করেন। নবজাতক ও মা নাজমা বেগম বর্তমানে ঢ়াকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
×