ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাইশে শ্রাবণ ॥ রবীন্দ্রনাথ মানে স্বাধীনতা

প্রকাশিত: ০৪:০২, ৬ আগস্ট ২০১৫

বাইশে শ্রাবণ ॥ রবীন্দ্রনাথ মানে স্বাধীনতা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালীর অন্তঃহীন অনুপ্রেরণার উৎস। বাংলার প্রকৃতি, মানুষকে নতুন করে আবিষ্কার করেছিলেন তিনি। পদ্মা, শিলাইদহ, পতিসরসহ বাংলার প্রকৃতিকে তিনি নবপ্রাণ দিয়েছিলেন। উপন্যাস, গল্প, গান, নাটক, কবিতা, প্রবন্ধ নানা বিষয়ে রবীন্দ্রনাথ এই বাংলাকে ভিন্নমাত্রা দিয়েছিলেন। তাঁর হাতে বাংলা নতুন প্রাণ পেয়েছিল। জীবদ্দশায় এই কবি পৃথিবীকে চমকে দিয়েছিলেন তাঁর বহুমাত্রিক রচনা ও চিন্তা-ভাবনায়। দার্শনিক চিন্তা-ভাবনায়ও তিনি ছিলেন অনন্য। বাঙালীর মুক্তিযুদ্ধেও রবীন্দ্রনাথ ছিলেন সক্রিয়। কিভাবে? তাঁর গান, তাঁর কবিতা, তাঁর দেশপ্রেম মুক্তিযোদ্ধাদের হৃদয়ে আগুন ঝরাত। তাঁর গান গেয়ে মুক্তিযোদ্ধারা অকুতোভয়ে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছে। তাই রবীন্দ্রনাথ মানে বাংলাদেশের স্বাধীনতা। রোকেয়া আক্তার সিরাজদিখান, মুন্সীগঞ্জ।
×