ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনায় যুবক বৃদ্ধসহ নিহত চার

প্রকাশিত: ০৪:১০, ৬ আগস্ট ২০১৫

সড়ক দুর্ঘটনায় যুবক বৃদ্ধসহ নিহত চার

জনকণ্ঠ ডেস্ক ॥ কিশোরগঞ্জে বাস চাপায় মানসিক ভারসাম্যহীন তরুণ, গাইবান্ধায় ট্রাক কাভার্ডভ্যান ধাক্কায় যুবক, গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ ও সীতাকু-ে মাইক্রোবাস চাপায় যুবক নিহত হয়েছেন। খবর নিজস্ব সংবাদদাতাদের পাঠানো- কিশোরগঞ্জ ॥ জেলার কটিয়াদীতে বাসের চাকায় পিষ্ট হয়ে আপেল মিয়া (২০) নামে মানসিক ভারসাম্যহীন এক তরুণ নিহত হয়েছে। সে কটিয়াদী পৌরসভার পূর্বপাড়ার শাহজাহান প্রধানের ছেলে বলে জানা গেছে। মঙ্গলবার রাত পৌনে ১১টায় উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাইবান্ধা ॥ গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা-বালুয়াহাটের জুমার ঘর এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কে বুধবার ভোরে ট্রাকের সঙ্গে কাভার্ডভ্যানের ধাক্কায় শাহিনুর রহমান (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। শাহিনুর রহমান ঝিনাইদহ সদরের সুরাট এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে। সে মডার্ন ফার্মাসিউটিক্যালস কো¤পানির লাইনম্যান হিসেবে কর্মরত ছিল। গোপালগঞ্জ ॥ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মুসা মিনা (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের বাইপাস মুকসুদপুর উপজেলার দাসেরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুসা মিনা মুকসুদপুর উপজেলার মোচনা গ্রামের মৃত ইছহাক মিনার ছেলে। সীতাকু- ॥ চট্টগ্রামের সীতাকু-ে দ্রুতগামী মাইক্রোবাস চাপায় ৩০ বছরের এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এস কে এম জুট মিল (আলী চৌধুরী পাড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অলৌকিক ক্ষমতার প্রমাণ দেখাতে মেয়েকে হত্যা করল বাবা-মা নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ৫ আগস্ট ॥ জিনের অলৌকিক ক্ষমতার প্রমাণ দিতে চাঁদপুরের শাহরাস্তিতে নিজ শিশুকন্যাকে পিটিয়ে খুন করেছে বাবা-মা। এ ঘটনায় নিহত শিশুকন্যা সুমাইয়া আক্তারের মা আমেনা বেগম ও বাবা এমরান হোসেনকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ। বুধবার দুপুরে আটক পিতা-মাতাকে আদালতে প্রেরণ করলে তাদের কারাগারে পাঠানো হয়। উপজেলার মেহের ইউনিয়নের তারাপুর কামারবাড়ির প্রকাশ সিরাজ মেম্বারের বাড়িতে মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন জানান, এলাকার কয়েকটি এনজিও থেকে সুমাইয়ার মা আমেনা বেগম এক লাখ টাকা ঋণ গ্রহণ করে। ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে আমেনা বেগম ও স্বামী এমরান হোসেন ফন্দি করেন কবিরাজির মাধ্যমে টাকা আয় করার। এরই ধারাবাহিকতায় ছয় দিন আগে আমেনা বেগমকে জিনে পেয়েছে এবং সে অলৌকিক ক্ষমতা লাভ করেছে বলে এলাকায় প্রচার করা হয়। আর তার প্রমাণ হিসেবে বলা হয়- শিশুকে পেটালেও সে কান্নাকাটি করবে না। তাই তার গর্ভজাত সাড়ে তিন বছরের শিশুকন্যা সুমাইয়াকে লাঠি দ্বারা পিটিয়ে সাধারণ লোকজনকে বিশ্বাস করানোর চেষ্টা শুরু হয়। আর এ কাজে স্ত্রীকে সহযোগিতা করাসহ শিশুকন্যাকে নিজ হাতে লাঠি দিয়ে পেটায় কন্যার বাবা এমরান হোসেন। ছয় দিন ধরে চলে এ নির্মম নির্যাতন। এর ফলে শিশু সুমাইয়া মঙ্গলবার ভোর ৫টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে। খবর পেয়ে ওই দিন বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে এবং ঘাতক বাবা-মাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
×