ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিএইচবিএফসির শুদ্ধাচার কৌশল প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

প্রকাশিত: ০৪:২৮, ৬ আগস্ট ২০১৫

বিএইচবিএফসির শুদ্ধাচার কৌশল প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

৫ আগস্ট বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) অফিসার ও সিনিয়র অফিসারদের জন্য ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স বুধবার উদ্বোধন করেছে। কর্পোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ আমিনউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে এ কোর্সের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ নূরুল আলম তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্পোরেশনের মহাব্যবস্থাপক (প্রশাসন) ড. দৌলতুন্নাহার খানম। মহাব্যবস্থাপক এ. এফ. এম. জহিরুল ইসলাম এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-মহাব্যবস্থাপকসহ উচ্চপদস্থ কর্মকর্তাগণও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি হাইকোর্ট বিভাগের দুই স্থায়ী বিচারকের শপথ স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারক হিসেবে শপথ নিয়েছেন হাইকোর্ট বিভাগের দুই অতিরিক্ত বিচারক। এরা হলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি মোঃ শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। বুধবার সুপ্রীমকোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তাদের শপথ পড়ান। সকাল সাড়ে ১০টার পর শুরু হওয়া ওই শপথ অনুষ্ঠানে প্রথমে বিচারপতি মোঃ শাহিনুর ইসলাম এবং এরপর বিচারপতি কাশেফা হোসেন শপথ নেন। ২০১৩ সালের ৩১ জুলাই হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তখনকার বিচারক শাহিনুর ইসলাম ও ডেপুটি এ্যাটর্নি জেনারেল কাশেফা হোসেন। তাঁরা শপথ নেন ওই বছর ৫ আগস্ট। স্টার গ্রাহকদের বিনামূল্যে মিশন ইম্পসিবলের ৫ম পর্বের টিকেট দেবে গ্রামীণফোন গ্রামীণফোন স্টার গ্রাহকদের বিনামূল্যে ‘মিশন ইম্পসিবলঃ রোগ নেশন’ মুভির টিকেট প্রদানে স্টার সিনেপ্লেক্সের সহযোগী হয়েছে। স্টার গ্রাহকগণ একটি টিকেট ক্রয় করলে বিনামূল্যে আরেকটি টিকেট পাবেন। এই বিশেষ অফার শুধু ছায়ছবিটি মুক্তির প্রথম সপ্তাহের জন্য প্রযোজ্য হবে। মার্কিন স্পাই থ্রিলার মিশন ইম্পসিবল সিরিজের ৫ম পর্ব বাংলাদেশের দর্শকদের জন্য স্টার সিনেপ্লেক্সে শুক্রবার মুক্তি পাচ্ছে। গ্রামীণফোন বহুল প্রতিক্ষিত সিনেমাটির স্ট্র্যাটেজিক পার্টনার। মুখ্য ভূমিকায় টম ক্রুজ অভিনীত এই সিরিজটি প্রথম প্রেক্ষাগৃহে আসে ১৯৯৬ সালে। তখন থেকেই গোপন ইন্টেলিজেন্স এজেন্সি আইএমএফের দুর্দান্ত গুপ্তচর ইথান হান্ট বিধ্বংসী ভিলেনদের হাত থেকে পৃথিবীকে রক্ষা করে যাচ্ছে সিনেমার পর্দায়। টম ক্রুজের পাশাপাশি এবারের পর্বে অভিনয় করেছেন অ্যালেক বল্ডুইন, জেরেমি রেনার এবং সাইমন পেগ। বিস্তারিত অনুসন্ধানের জন্য যোগাযোগ করুন: মোঃ হাসান, ডেপুটি জেনারেল ম্যানেজার-পিআর। ফোন: ০১৭১১০৮২৪৬৯ -বিজ্ঞপ্তি
×