ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোরিয়া গেল বাংলাদেশের ক্ষুদে ফুটবলাররা

প্রকাশিত: ০৪:৩২, ৬ আগস্ট ২০১৫

কোরিয়া গেল বাংলাদেশের ক্ষুদে ফুটবলাররা

স্পোর্টস রিপোর্টার ॥ ‘এশিয়ান ইয়ুথ ফুটবল ফেস্টা’ আসরে অংশ নিতে দক্ষিণ কোরিয়ার জিয়োঞ্জি-ডোর আনসিয়ং সিটির উদ্দেশে বুধবার সকালে বিমানযোগে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ অনুর্ধ ১২ ফুটবল দল। ৭-১০ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে ক্ষুদে ফুটবলারদের নিয়ে এই ফুটবল আসর। ১৫ দেশের ৪০ ফুটবল দল অংশ নেবে এই ফেস্টিভালে। প্রতি গ্রুপে ৫টি করে দল খেলবে। বাংলাদেশের গ্রুপ ও প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি। প্রতিদিন একটি দল কমপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। খেলা হবে মাঠের মোট আয়তনের অর্ধেক অংশে। খেলা হবে ৩০ মিনিটের (১৫+১৫)। ম্যাচে এক দলের খেলোয়াড় থাকবে ৬ জন করে। ভাল খেলার প্রত্যয় নিয়েই বাংলাদেশ ছেড়েছে দলটি। এ আসরে ১২ ফুটবলার, কোচ, ম্যানেজার ও মিডিয়া ম্যানেজারসহ মোট ১৬ জনের একটি দল গেছে বাংলাদেশ থেকে। উল্লেখ্য, এটাই বাংলাদেশের প্রথম কোন অনুর্ধ ১২ ফুটবল দল। কোরিয়া যাওয়ার আগে তিনটি প্রস্তুতি ফুটবল ম্যাচে অংশ নেয় অনুর্ধ ১২ ফুটবল দল। বাফুফে আর্টিফিসিয়াল টার্ফে অনুষ্ঠিত প্রতি ম্যাচেই জেতে তারা। হারায় ১০-০ গোলে নারায়ণগঞ্জের মদনপুর ফুটবল একাডেমিকে, ৫-১ গোলে নারায়ণগঞ্জ ফুটবল একাডেমিকে এবং ১-০ গোলে আরামবাগ ফুটবল একাডেমিকে। ৫৪ পদক নিয়ে বাংলাদেশ দলের প্রত্যাবর্তন স্পেশাল অলিম্পিকস স্পোর্টস রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্রের লস এ্যাঞ্জেলসে শেষ হয়েছে ‘স্পেশাল অলিম্পিকস সামার ওয়ার্ল্ড গেমস’। বাংলাদেশের ৮০ সদস্যের দল বুধবার সকালে বিমানযোগে দেশে ফিরেছে। এ প্রতিযোগিতায় তাদের অর্জন ৫৪ পদক। এর মধ্যে রয়েছে ১৮ স্বর্ণ, ২২ রৌপ্য ও ১৪ তাম্রপদক। এ্যাথলেটিক্সে ৬ স্বর্ণ, ৫ রৌপ্য ও ৬ তাম্র; ব্যাডমিন্টনে ৬ স্বর্ণ; বোচিতে ৩ স্বর্ণ; ফুটবলে ১১ রৌপ্য; সাঁতারে ১ স্বর্ণ, ৪ রৌপ্য ও ৫ তাম্র; টেবিল টেনিসে ২ স্বর্ণ ও ২ রৌপ্যপদক লাভ করে বাংলাদেশর প্রতিবন্ধী এ্যাথলেটরা।
×