ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৩ ঘণ্টায় বিশ্বভ্রমণ!

প্রকাশিত: ০৬:১৪, ৬ আগস্ট ২০১৫

৩ ঘণ্টায় বিশ্বভ্রমণ!

বিশ্ব ভ্রমণে কতটুকু সময় লাগতে পারে? নির্ঘাত কয়েক মাস। কিন্তু না, মাত্র তিন ঘণ্টায় সম্ভব হবে বিশ্ব পরিভ্রমণ। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে মাত্র তিন ঘণ্টা সময় নেবে হাইপারসনিক জেট বিমান। এটি শব্দের গতিরও সাড়ে চারগুণ বেশি গতিতে চলবে। এমন এক জেট বিমান তৈরির উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের পেটেন্ট এ্যান্ড ট্রেডমার্ক অফিস। ইতোমধ্যে কাজও শুরু হয়ে গেছে। ব্যবসায়ী, সরকারী উর্ধতনরা এই হাইপারসনিক জেটে চেপে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে গিয়েও কাজ শেষ করে দিনে দিনে ঘরে ফিরতে পারবেন। তবে এই বিমানের ধারণ ক্ষমতা মাত্র বিশজন। বর্তমান সবচেয়ে দ্রুতগতির সুপারসনিক মার্চ টু কনকর্ডের চেয়েও প্রায় সাড়ে তিনগুণ বেশি গতির হবে এই হাইপারসনিক জেট। বিমানটির মূল কাঠামোর সঙ্গে যুক্ত হবে দুই দিকে গোথিক ডেল্টা পাখা আর প্রপেলর। তিনটি ভিন্ন ধরনের হাইড্রোজেনচালিত ইঞ্জিন এই উড়োজাহাজে একসঙ্গে কাজ করবে, যা এটিকে ঘণ্টায় উড়িয়ে নিয়ে যাবে সাড়ে পাঁচ হাজার কিলোমিটার। দুটি টার্বো জেট এই এয়ারক্র্যাফটকে সোজা ওপরের দিকে তুলে নিয়ে যাবে, সঙ্গে সঙ্গে সেটি পেয়ে যাবে শব্দের গতি। একটি রকেট মোটর যোগ হবে যা তুলে নিয়ে যাবে এক লক্ষ ফুট উচ্চতায়। ২০২৩ সালের মধ্যে এই জেট বিমান তৈরি করা সম্ভব হবে জানিয়েছে কর্তৃপক্ষ। তার মানে তিন ঘণ্টায় বিশ্ব পরিভ্রমণের জন্য অপেক্ষা করতে হবে আরও বছর আটেক। সূত্র: ইন্টারনেট
×