ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কামাল আহমেদের রবীন্দ্রসঙ্গীতের এ্যালবাম ‘ভরা থাক স্মৃতিসুধায়’

প্রকাশিত: ০৭:১৩, ৬ আগস্ট ২০১৫

কামাল আহমেদের রবীন্দ্রসঙ্গীতের এ্যালবাম ‘ভরা থাক স্মৃতিসুধায়’

স্টাফ রিপোর্টার ॥ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে সম্প্রতি রাজধানীর এক রেস্টুরেন্টে কণ্ঠশিল্পী কামাল আহমেদ’র ‘ভরা থাক স্মৃতিসুধায়’ শিরোনামের রবীন্দ্রসঙ্গীতের অডিও এ্যালবামের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এ্যালবামে মোড়ক উন্মোচন করেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ, বিশিষ্ট সঙ্গীতশিল্পী খুরশিদ আলম, রফিকুল আলম, জানে আলম, শেলু বড়ুয়া, চিত্র গ্রাহক চঞ্চল মাহমুদ ও কণ্ঠশিল্পী কামাল আহমেদ, লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান, এমডি মাজহারুল ইসলাম প্রমুখ।। অনুষ্ঠানে কামাল আহমেদের রবীন্দ্রসঙ্গীতের দু’টি গানের ভিডিও চিত্র প্রদর্শিত হয়। শিল্পীর এ্যালবামের সঙ্গীতায়োজন করেছেন কলকাতার দূর্বাদল চট্টোপাধ্যায় ও অমিত বন্দ্যোপাধ্যায়। এ্যালবামটির রবীন্দ্রনাথের ১২টিগান রয়েছে। অলিকের চলচ্চিত্রের অডিও এ্যালবাম প্রকাশনা স্টাফ রিপোর্টার ॥ এসএ হক পরিচালিত শাকিব খান-পরীমনি জুটির ‘আরও ভালবাসবো তোমায়’ চলচ্চিত্র মুক্তি পাচ্ছে এ মাসের ১৪ তারিখে। রাজধানীর একটি রেস্টুরেন্টে মঙ্গলবার দুপুরে প্রকাশিত হল এর গানের এ্যালবাম। গান লিখেছেন এসএ হক অলীক ও কবির বকুল। সুর ও সঙ্গীতায়োজন করেছেন হাবিব, হৃদয় খান ও ইমন সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র-নির্মাতা আমজাদ হোসেন, চলচ্চিত্র পরিচালক সমিতির সহ-সভাপতি সোহানুর রহমান সোহান, মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র প্রযোজক প্রদর্শক সমিতির উপদেষ্টা কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন দিলু, প্রযোজক প্রদর্শক মোহাম্মদ হোসেন প্রমুখ।
×