ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাধারণ বিজ্ঞান

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৭:১৫, ৬ আগস্ট ২০১৫

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

১. কোন বিজ্ঞানী আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন? ক) হাইগেন খ) রোমার গ) গিলবার্ট ঘ) স্নেল ২. সাইট্রিক এসিড অনুপস্থিত কোনটিতে? ক) আমলকি খ) আঙ্গুর গ) কমলা ঘ) লেবু ৩. উদ্ভিদের বৃদ্ধিবর্ধক পদার্থ নয় কোনটি? ক) ডরমিন খ) অক্সিন গ) সাইটোকাইনিন ঘ) জিবেরেলিন ৪. কোনটি এ্যামাইনো এসিডের জটিল যৌগ? ক) শর্করা খ) আমিষ গ) স্নেহ ঘ) কার্বোহাইড্রেট ৫. সেন্টের শিশির মুখ খুললে কোন ঘটনাটি ঘটে? ক) অভিস্রবণ খ) প্রস্বেদন গ) ব্যাপন ঘ) পরিব্যাপ্তি ৬. অভিস্রবণে কী ধরনের ঝিলি ব্যবহৃত হয়? ক) ভেদ্য খ) অভেদ্য পর্দা গ) অর্ধগোলাকার পদা র্ঘ) অভেদ্য পর্দা ৭. নিচের কোনটি সহজপাচ্য? ক) শর্করা খ) আমিষ গ) স্নেহ ঘ) খনিজ লবণ ৮. মলাস্কা পর্বের প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য- র. দেহ নরম ও পেশিবহুল রর. দেহ শক্ত খোলসে আবৃত ররর. মাথায় এ্যান্টেনা থাকে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৯. খাদ্যের জৈব উপাদান- র. জীবের দেহ গঠন কওে রর. শক্তি উৎপাদন করে ররর. বর্জ্য পদার্থ নিষ্কাশন করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ১০. মোমে কী ধরনের শকিত সঞ্চিত থাকে? ক) রাসায়নিক খ) তাপ গ) আলোক ঘ) শব্দ ১১. ক্যালসিয়াম হাইড্রোঅক্সাইড পদার্থটি- র. চুনের পানি রর. এ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে ররর. হাইড্রোক্লোরিক এসিড বিপরীতধর্মী নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১২. পৃথিবীর এবং একটি বইয়ের মধ্যকার আকর্ষণকে কী বলে? ক) ঊর্দ্ধমুখীবল খ) মহাকর্ষ গ) অভিকর্ষ ঘ) অভিকর্ষাজ ত্বরণ ১৩. মানুষের হৃৎপিন্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? ক) দুই খ) তিন গ) চার ঘ) কোনটিই সঠিক নয় ১৪. পৃথিবীর কোথায় ম- এর মান শূন্য? ক) মেরু অঞ্চল খ) পৃথিবীর কেন্দ্রে গ) পর্বতের চূড়ায় ঘ) বিষুবীয় অঞ্চলে ১৫. ইউরেনাসের উপগ্রহ কয়টি? ক) ৬৩ খ) ৩৪ গ) ২৭ ঘ) ১৩ ১৬. মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘ ধাপ কোনটি? ক) প্রোফেজ খ) মেটাফেজ গ) এ্যানাফেজ ঘ) টেলোফেজ ১৭. যে সকল কারণে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন ঘটে সে সকল কারণে বস্তুর কীসের পরিবর্তন হয়? ক) ওজন খ) ভর গ) বেগ ঘ) শক্তি ১৮. কোন স্থানে কোন বস্তুর ওজন শূন্য? ক) পৃথিবীর কেন্দ্রে খ) চাঁদে গ) বিমানে ঘ) মঙ্গলগ্রহে ১৯. যেসব প্রাণী একাধিক স্তরের খাবার খায় তাদের কী বলা হয়? ক) খাদক খ) বিয়োজক গ) সর্বভূক ঘ) মানুষ ২০. আগুন নেভানোর কাজে কোন গ্যাসটি ব্যবহৃত হয়? ক) ঐ২ খ) ঘ২ গ) ঈঙ২ ঘ) ঝঙ২ ২১. কোন বিজ্ঞানী অক্সিন আবিষ্কার করেন? ক) ডারউইন খ) আন নাফীস গ) এ্যারিস্টটল ঘ) লিউয়েন হুক ২২. উৎপাদকের ক্ষেত্রে নিচের কোনটি প্রক্রিয়াটি জরুরী? ক) সালোকসংশ্লেষণ খ) শ্বসন গ) রেচন ঘ) প্রস্বেদন ২৩. ডিম্বক কিসে রূপান্তরিত হয়? ক) ফলে খ) বীজে গ) বৃন্তে ঘ) পাতায় ২৪. ভূ-পৃষ্ঠ থেকে যত গভীরে যাওয়া যায় অভিকর্ষজ ত্বরণের মান তত- ক) কমতে থাকে খ) অপরিবর্তিত থাকে গ) বাড়তে থাকে ঘ) ক ও গ উভয়ই ২৫. বাস্তুতন্ত্রের খাদকেরা কীভাবে শক্তি লাভ করে? ক) খাদ্যশৃঙ্খলের মাধ্যমে খ) খাদ্যজালের মাধ্যমে গ) খাদ্য পিরামিডের মাধ্যমে ঘ) উৎপাদকের মাধ্যমে ২৬. প্রাণিজগতের সর্ববৃহৎ পর্ব কোনটি? ক) পরিফেরা খ) নিডারিয়া গ) এ্যানেলিডা ঘ) আর্থোপোডা ২৭. কোনটি রোধকের দুই প্রান্তের বিভব পার্থক্য পরিমাপের জন্য ব্যবহৃত হয়? ক) এ্যামিটার খ) থার্মোমিটার গ) ভোল্টমিটার ঘ) পটেনশিওমিটার ২৮. কোথায় পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম? ক) মেরু“ অঞ্চলে খ) বিষুবীয় অঞ্চলে গ) পৃথিবীর কেন্দ্রে ঘ) ক্রান্তীয় অঞ্চলে ২৯. কোনটি কর্নিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত? ক) মণি খ) আইরিশ গ) কোরয়েড ঘ) রেটিনা ৩০. কাপড় কাচার সোডার অণুতে কয় অণু পানি থাকে? ক) ৩ খ) ৪ গ) ৭ ঘ) ১০ ৩১. ভোল্টমিটার দ্বারা কী পরিমাপ করা হয়? ক) তড়িৎ প্রবাহ খ) বিভব পার্থক্য গ) চৌম্বক প্রবাহ ঘ) বিদ্যুত বিল ৩২. একমাত্র কোন জাতীয় খাদ্য দেহে নাইট্রোজেন সরবরাহ করে? ক) শর্করা খ) খনিজ লবণ গ) আমিষ ঘ) স্নেহ ৩৩. ঈধঙ ও ঐ২ঙ এর বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? ক) ঈঙ২ খ) ঈধঈঙ৩ গ) ঈধ(ঙঐ)২ ঘ) ঐ২ঙ ৩৪. নিচের কোন প্রাণীর ক্ষেত্রে উপ পর্ব লিখতে হয়? ক) কুনোব্যাঙ খ) আরশোলা গ) তারামাছ ঘ) স্পঞ্জিলা ৩৫. ফাইলোক্ল্যাড অর্থ কী? ক) কন্দ খ) পর্ণকা- গ) কা- ঘ) স্টোলন ৩৬. কোন বস্তুতে পদার্থের মোট পরিমাণকে কী বলে? ক) ওজন খ) ভর গ) নিউটন ঘ) কিলোগ্রাম ৩৭. ফুলের সাহায্যকারী স্তবক হলো- র. বৃতি রর. দলম-ল ররর. পুংস্তবক নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৩৮. জ্যোতির্বিদ্যা বিষয়ক উপগ্রহে কোন যন্ত্র রাখা থাকে? ক) টেলিস্কোপ খ) সেক্সট্যান্ট গ) রিখটির ঘ) রিমোট সেনসিং ৩৯. সাইটোকাইনেসিসে সৃষ্ট কোষপ্লেট পরিবর্তিত ও পরিবর্ধিত হয়ে কী গঠন করে? ক) কোষগহ্বর খ) কোষপ্রাচীর গ) কোষরস ঘ) কোষ অঙ্গানু ৪০. বিদ্যুত প্রবাহের একক কী? ক) কুলম্ব খ) এ্যাম্পিয়ার গ) ভোল্ট ঘ) ওহম ৪১. কোনটির সাহায্যে বর্তনী খোলা ও বন্ধ করা যায়? ক) রেগুলেটরের খ) সুইচের গ) সার্কিটের ঘ) রোধের
×