ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উদ্ধার খ-াংশটি নিখোঁজ মালয়েশীয় বিমানের ॥ নাজিব রাজাক

প্রকাশিত: ০৪:২৯, ৭ আগস্ট ২০১৫

উদ্ধার খ-াংশটি নিখোঁজ মালয়েশীয় বিমানের ॥ নাজিব রাজাক

ভারত মহাসাগরের ফরাসি দ্বীপ রিইউনিয়নে পাওয়া বিমানের ডানার খ-াংশ নিখোঁজ মালয়েশীয় উড়োজাহাজ এমএইচ ৩৭০-এর বলে দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক বৃহস্পতিবার নিশ্চিত করেছেন। তবে ওই বিমানের চীনা যাত্রীদের আত্মীয়রা এ ঘটনায় ক্ষোভ ও সন্দেহ প্রকাশ করেছেন। বিমানের বেশিরভাগ যাত্রীই ছিলেন চীনা নাগরিক। খবর এএফপি ও ওয়েবসাইটের। সংবাদ সম্মেলনে রাজাক বলেন, বিমানটি উধাও হওয়ার পর থেকে গত ৫১৫ দিন পরিবারগুলো যে দুঃসহ চাপ ও অনিশ্চয়তার মধ্য দিয়ে এসেছে তা বর্ণনাতীত। আমাদের কাছে এখন বাস্তব প্রমাণ আছে যে, ফ্লাইট এমএইচ৩৭০ মর্মান্তিকভাবে ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলে বিধ্বস্ত হয়েছিল। মর্মান্তিক এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সবাইকে আমি আশ্বস্ত করতে চাই- বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ খুঁজে বের করতে আমরা সম্ভাব্য সব কিছুই করব। তিনি বুধবার বলেছেন, ফ্রান্সের ওই দ্বীপে পাওয়া বিমানের ধ্বংসাবশেষ পরীক্ষা-নিরীক্ষা করে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সেটিকে নিখোঁজ হওয়া মালয়েশীয় বিমানের বলে চূড়ান্তভাবে নিশ্চিত হয়েছেন। অংশবিশেষটি ওই বিমানের বলে নিশ্চিত হওয়া গেলেও এর মধ্য দিয়ে এখনই এর সব রহস্যের মিটমাট হচ্ছে না। কীভাবে, কোন পরিস্থিতির মুখোমুখি হয়ে বিমানটি গন্তব্যস্থলের বহুদূরে গিয়ে বিধ্বস্ত হলো, এর সব আরোহীই মারা গেছেন কি না এমন অনেক প্রশ্নেরই সমাধান এখনও অজানাই রয়েছে।
×