ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হিরোশিমায় পরমাণু বোমা বর্ষণের ৭০ বছর পূর্তি

প্রকাশিত: ০৪:২৯, ৭ আগস্ট ২০১৫

হিরোশিমায় পরমাণু  বোমা বর্ষণের ৭০  বছর পূর্তি

যুক্তরাষ্ট্রের পরমাণু বোমা বর্ষণের ৭০ বছর পূর্তিতে বৃহস্পতিবার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মানব সভ্যতার ইতিহাসে অন্যতম শোকের এ দিনটি পালন করে জাপানের হিরোশিমা শহরের বাসিন্দারা। দিবসটির স্মরণ অনুষ্ঠানে বিশ্বকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার ডাক দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। খবর এএফপি ও ওয়েবসাইটের। হিরোশিমার পিস মেমোরিয়াল পার্কে রাষ্ট্রীয় স্মরণ অনুষ্ঠানে অংশ নেন আবেসহ হাজারো মানুষ। ছিলেন জাপানে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূতসহ বিদেশী প্রতিনিধিরা। দিবসটির বার্ষিকীতে স্থানীয় সময় সকাল সোয়া আটটায় হিরোশিমায় একটি ঘণ্টা বাজে। এ সময় পিস মেমোরিয়াল পার্কে জড়ো হওয়া হাজারো মানুষ এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় সারা জাপান নিশ্চুপ হয়ে যায়। ১৯৪৫ সালের ৬ অগাস্ট যুক্তরাষ্ট্রের বোমারু বিমান এনোলা গে থেকে ‘লিটল বয়’ নামের পরমাণু বোমাটি ফেলা হয়েছিল হিরোশিমায়। স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটে ৬০০ মিটার উচ্চতা থেকে বোমাটি ফেলে মার্কিন বৈমানিকেরা। এতে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ নিহত হন। আর আগস্টের ৯ তারিখে পাশের শহর নাগাসাকিতে ফেলা হয় ‘ফ্যাট ম্যান’ নামের আরেকটি পরমাণু বোমা। এর ছয়দিন পরই দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটিয়ে আত্মসমর্পণ করে জাপানি বাহিনী। পরমাণু বোমার তেজস্ক্রিয়তার প্রভাব এখনও জাপানের ওই দুটি শহরের বাসিন্দাদের বয়ে বেড়াতে হচ্ছে। এটি বিশ্বের ইতিহাসে একক কোন বোমায় সবচেয়ে বেশি মানুষ নিহত হওয়ার ঘটনা।
×