ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অদ্ভুত কঙ্কাল

প্রকাশিত: ০৪:৩০, ৭ আগস্ট ২০১৫

অদ্ভুত কঙ্কাল

গ্রেটার ম্যাঞ্চেস্টারের রোচডালে হোলিংওর্থ লেকে দেখা গেল অদ্ভুত এক কঙ্কাল। ৫ ফুট লম্বা, ধারালো দাঁতের অধিকারী অ™ু¢ত কঙ্কালটি কোন অজানা প্রাণীর, নাকি চেনা-অচেনা কোন মাছের? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। এর ছবি প্রকাশের পরই ফেসবুকে রীতিমতো শোরগোল পড়ে যায়। -জিনিউজ নজরদারি এইচটিএমএল৫-এ ব্যাটারি সম্পর্কিত একটি ছোট ফিচারের মাধ্যমেই ব্রাউজারগুলোর পক্ষে অনলাইনে ট্র্যাক করা সম্ভব বলে সতর্ক করেছেন নিরাপত্তা গবেষকরা। স্মার্টফোন বা ল্যাপটপে অবশিষ্ট ব্যাটারি চার্জ কতটুকু রয়েছে, সে তথ্য এই ফিচারের মাধ্যমে সংগ্রহ করে থাকে। সম্প্রতি চারজন ফরাসী ও বেলজিয়ান নিরাপত্তা গবেষক এক প্রতিবেদনে জানিয়েছেন, এপিআইনির্ভর ওই ফিচারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীকে অনলাইনে ট্র্যাক করা সম্ভব। -ওয়েবসাইট
×