ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৪ শতাংশ

প্রকাশিত: ০৪:৩১, ৭ আগস্ট ২০১৫

পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৪ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার পুঁজিবাজারে স্বল্পমূলধনী কোম্পানির প্রাধান্যের দিনে মূল্যসূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। দুই বাজারেই সব ধরনের মূল্যসূচক কমেছে। এদিন একইসঙ্গে দুই বাজারেই কমেছে লেনদেন। চাহিদার শীর্ষে স্বল্পমূলধনী বা জাঙ্ক শেয়ার থাকার কারণে বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমেছে। দিনশেষে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) প্রায় ২৪ শতাংশ লেনদেন কমেছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, বৃহস্পতিবার ডিএসইতে ৬৮৮ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ২১৩ কোটি ৮৩ লাখ টাকা কম লেনদেন। আগের দিন এ বাজারে ৯০২ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শুরুর পরে শেয়ারের দর বাড়তে থাকে। কিন্তু কিছুক্ষণ পরেই বড় মূলধনী কোম্পানিগুলোর দর কমতে থাকে। এর বিপরীতে স্বল্পমূলধনী কোম্পানির দর বাড়তে থাকে। সারাদিনে ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতার কিছুক্ষণ পরেই সূচক কমতে থাকে। এভাবে সূচকের ওঠানামা শেষে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৯ পয়েন্ট কমে ৪ হাজার ৮৬৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৯৭ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৮৬ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ইসলামী ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, ইউনাইটেড এয়ারওয়েজ, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো- আনালিমা ইর্য়ান, গ্রীন ডেল্টা, ইস্টার্ন লুব্রিক্যান্টস, আনোয়ার গ্যালভানাইজিং, জেমিনি সী ফুড, মুন্নু সিরামিক, দেশবন্ধু, ডেল্টা লাইফ, ওরিয়ন ইনফিউশন ও বিএসআরএম লিমিটেড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো- এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড, ১ম আইসিবি, আইপিডিসি, আরএন স্পিনিং, স্টাইল ক্রাফট, সাভার রিফ্যাক্টরিজ, পপুলার ১ম মিউচ্যুয়াল ফান্ড, মেঘনা পেট, আইসিবি এমপ্লয়িজ মিউচ্যুয়াল ফান্ড ও সিএমসি কামাল। বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯২০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৬টি কোম্পানির, দর কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো, বিএসআরএম লিমিটেড, অলিম্পিক এক্সেসরিজ, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, ডেল্টা লাইফ ও সাইফ পাওয়ার টেক।
×