ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিএসইতে আমান ফিডের তালিকাভুক্তির অনুমোদন

প্রকাশিত: ০৪:৩১, ৭ আগস্ট ২০১৫

সিএসইতে আমান ফিডের  তালিকাভুক্তির অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা কোম্পানি আমান ফিড মিলস্ লিমিটেড। বৃহস্পতিবার সিএসই’র পরিচালনা পর্ষদের সভায় কোম্পানিটিকে তালিকাভুক্তির অনুমোদন দেয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানির নির্ভরশীল সূত্রে জানা গেছে, সিএসইতে আমান ফিডকে তালিকাভুক্তির অনুমোদন দেয়া হয়েছে। কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্তির বিষয়ে এখনও কিছু জানা যায়নি। জানা যায়, গত ২৪ জুন প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) লটারির ড্র সম্পন্ন করে আমন ফিড। আর এ কোম্পানির আইপিওতে মোট ৯১০ কোটি ১৯ লাখ ২৩ হাজার ২০০ টাকার আবেদন জমা পড়েছিল। যা মোট চাহিদার তুলনায় ১২.৬৪ গুণ। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীরা দিয়েছেন ৫৯২ কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকার আবেদন, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা দিয়েছেন ৭৫ কোটি ৯৯ লাখ ৮৮ হাজার ৮০০ টাকার আবেদন, প্রবাসী বিনিয়োগকারীরা দিয়েছেন ১৪ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৮০০ টাকার আবেদন এবং মিউচ্যুয়াল ফান্ড খাতে জমা পড়েছে ২২৮ কোটি ১ লাখ ১৭ হাজার ৬০০ টাকার আবেদন। আমান ফিডের আইপিওতে স্থানীয় ও প্রবাসী বিনিয়োগকারীরা ২৫ মে, সোমবার থেকে ৪ জুন, বৃহস্পতিবার পর্যন্ত আবেদন জমা দিয়েছেন। পুঁজিবাজারে দুই কোটি সাধারণ শেয়ার ছেড়ে ৭২ কোটি টাকা উত্তোলন করে আমান ফিড লিমিটেড। এ জন্য ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২৬ টাকা প্রিমিয়ামসহ ৩৬ টাকা মূল্যে শেয়ার ইস্যু করবে কোম্পানিটি। উত্তোলিত টাকা ব্যবসা সম্প্রসারণ, দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধ, চলতি মূলধন এবং প্রাথমিক গণপ্রস্তাব খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি।
×