ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডিএসইর নতুন সিএফও আবদুল মতিন

প্রকাশিত: ০৪:৩৩, ৭ আগস্ট ২০১৫

ডিএসইর নতুন সিএফও আবদুল মতিন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান অর্থ-কর্মকর্তা (সিএফও) হিসেবে যোগ দিয়েছেন আবদুল মতিন পাটওয়ারী এফসিএমএ। ডিএসইতে যোগদানের আগে তিনি জার্মানভিত্তিক বহুজাতিক রাসায়নিক কোম্পানি বিএএসএফ বাংলাদেশ লিমিটেড কোম্পানির ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। এরপর তিনি বিএএসএফের প্রতিনিধি হিসেবে মালয়েশিয়া ও বিএএসএফ এশিয়া প্যাসিফিক শেয়ার্ড সার্ভিস সেন্টার আঞ্চলিক ট্র্যানজেকশন ব্যবস্থাপক হিসেবে কাজ করেন। -অর্থনৈতিক রিপোর্টার এনসিসি ব্যাংকের উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংকের এক উদ্যোক্তা দুই লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ৩০ কার্যদিবসের মধ্যে তিনি শেয়ার বিক্রি সম্পন্ন করবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আসলাম উল করিম নামে এক উদ্যোক্তা তার হাতে থাকা এনসিসি ব্যাংকের ১৩ লাখ ৭৯ হাজার ৪১১টি শেয়ারের মধ্য থেকে দুই লাখ শেয়ার বিক্রি করবেন। বাজার দরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তিনি এ সব শেয়ার বিক্রি করবেন। বৃহস্পতিবার দিনের শুরুতে এনসিসি ব্যাংকের শেয়ারের দর ছিল ৯.৫০ টাকা। দুপুর ১টা ৪৫ মিনিটে ব্যাংকটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর ছিল ৯.৪০ টাকা। ২০০০ সালে ব্যাংকটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×