ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতে হোটেল ব্যবসায় ভাটা

প্রকাশিত: ০৪:৩৮, ৭ আগস্ট ২০১৫

ভারতে হোটেল ব্যবসায় ভাটা

পুরোদস্তুর ছন্দে ফিরতে একে হোঁচট খাচ্ছে বিশ্ব অর্থনীতি। তার উপর ভারতের প্রায় সব শহরে হোটেল ঘরের যোগান এখন চাহিদার তুলনায় বেশি। মূলত এই দুই কারণেই পর্যাপ্ত সংখ্যায় অতিথি পেতে সমস্যায় পড়ছে হোটেল শিল্প। গত বুধবার কলকাতায় এ কথা জানালেন ভারতের অন্যতম অগ্রণী হোটেল সংস্থা ইআইএইচের কর্ণধার পিআরএস ওবেরয়। একই সঙ্গে সংস্থা জানিয়েছে, নিজেদের মূল কর্পোরেট অফিস গুড়গাঁওয়ে নিয়ে যাচ্ছে তারা। ফলে সংস্থা পরিচালনায় যুক্ত যে সব কর্তা কলকাতায় বসেন, তাদের অধিকাংশকেও সেখানে নিয়ে যাওয়া হবে। দিল্লী থেকে সরে যাবে কর্পোরেট অফিসও। ওবেরয় অবশ্য জানান, কলকাতা থেকে রেজিস্টার্ড অফিস সরানোর পরিকল্পনা তাদের নেই। -অর্থনৈতিক রিপোর্টার দুর্গাপুরে অগ্রণী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত সম্প্রতি নেত্রকোনার দুর্গাপুরে অগ্রণী ব্যাংক ও এক্সপ্রেস গ্লোবাল মানি ট্রান্সফারের আয়োজনে এক্সপ্রেস গ্লোবাল মানি ট্রান্সফার কর্তৃক অগ্রণী ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জনকারীদের মধ্যে ঈদ আনন্দ উৎসবে বাংলাদেশে ১২ জন পুরস্কারপ্রাপ্তদের মধ্যে অগ্রণী ব্যাংক দুর্গাপুর শাখার গ্রাহক মোঃ আলমগীর হোসেন পুরস্কারপ্রাপ্ত হওয়ায় এক গ্রাহক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অগ্রণী ব্যাংক দুর্গাপুর শাখা ব্যাবস্থাপক বিপ্লব চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন নেত্রকোনা জেলার অগ্রণী ব্যাংকের আঞ্চলিক ব্যাবস্থাপক এ কে এম কাইয়ুম সরকার। অন্যদের মধ্যে আলোচনা করেন, এক্সপ্রেস গ্লোবাল মানি ট্রান্সফারের বাণিজ্যিক কর্মকর্তা মহিতোশ দেব, অগ্রণী ব্যাংক কর্মকর্তা সমিতির জেলা সভাপতি সাজ্জাদ হোসেন খান, সিবিএ জেলা সম্পাদক আবুল কালাম আজাদ, গ্রাহক আব্দুল জলিল তালুকদার প্রমুখ। -নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, (নেত্রকোনা)
×