ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মোবাইলের মাধ্যমে শুরু হলো উপবৃত্তির টাকা বিতরণ

প্রকাশিত: ০৬:২০, ৭ আগস্ট ২০১৫

মোবাইলের মাধ্যমে শুরু হলো উপবৃত্তির টাকা বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিতরণ শুরু হলো উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা। ডাচ বাংলা ও অগ্রণী ব্যাংকের সহায়তায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা পরিশোধ করছে। এদিকে, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিহিত করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে মোবাইল ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী বলেন, টিআইবি যে তথ্য দিয়েছে তাতে দেশবাসী বিভ্রান্ত হচ্ছে। তারা একের পর এক মিথ্যাচার করে সরকারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। সারাবিশ্ব থেকে টাকা-পয়সা এনে সরকারের বিরোধিতা করছে তারা। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে কার্যক্রমের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সেনাবাহিনীর ইএমই কোরের রিক্রুটদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ বাংলাদেশ সেনাবাহিনীর ইলেকট্রিক্যাল এ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) কোরের রিক্রুটদের (ব্যাচ ২০১৪-২) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ বৃহস্পতিবার সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার এ্যান্ড স্কুলে অনুষ্ঠিত হয়েছে। এ কুচকাওয়াজের মাধ্যমে ৪৫ মহিলা রিক্রুটসহ মোট ১৮৮ জন রিক্রুট শপথ গ্রহণ করে। ইএমই সেন্টার এ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কবিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এএসসির প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ॥ সেনাবাহিনীর সার্ভিস কোরের (এএসসি) রিক্রুটদের (ব্যাচ ২০১৪-২) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ বুধবার খুলনার জাহানাবাদ সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। এ কুচকাওয়াজের মাধ্যমে ৫৭ মহিলা রিক্রুটসহ মোট ২৩৯ রিক্রুট শপথ গ্রহণ করে। প্রশিক্ষণে মোঃ এনামুল খান শ্রেষ্ঠ রিক্রুট এবং রিক্রুট উত্তম বড়ুয়া দ্বিতীয় শ্রেষ্ঠ রিক্রুট বিবেচিত হয়। -আইএসপিআর
×