ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে শিবিরের দুই নেতাকে গণধোলাই

প্রকাশিত: ০৬:৪৪, ৭ আগস্ট ২০১৫

কুড়িগ্রামে শিবিরের দুই নেতাকে গণধোলাই

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামের নতুন শহরের কোর্ট চত্বর এলাকায় জেলা শিবিরের সভাপতি এবং সম্পাদক গণধোলাই খেয়ে আহত হয়েছে। তাদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর দেড়টায় জেলা শিবিরের সভাপতি মমিনুল ইসলাম এবং সম্পাদক আবদুল্লা আল নোমান মোটরসাইকেলে মামলার হাজিরা দেয়ার জন্য কোর্ট চত্বরে এলে ছাত্রলীগের কয়েকজন নেতা কমী তাদের চিনে ফেলে। তাদের সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে শিবিরের ওই দুই নেতাকে গণধোলাই দেয় ছাত্রলীগের কর্মীরা। এতে তারা আহত হয়। জেলা ছাত্রলীগের সম্পাদক মোঃ সাকিব জানান শিবিরের ওই নেতারা কিছুদিন আগে আমাদের উপর হামলা করে ছিল। এর পর থেকে তারা আত্মগোপন করেছিল। আজ তারা এই মামলার হাজিরা দিতে শহরে এসেছিল। এ ব্যাপারে এএসপি সার্কেল মোঃ মাসুদ আলম ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, ছাত্র শিবিরের ওই দুই নেতার নামে একাধিক মামলা রয়েছে। তাদের পুরানো মামলায় আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন থেকে পালাতক ছিল।
×