ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিএসএফের পিটুনিতে বাংলাদেশী নিহত

প্রকাশিত: ০৬:৪৪, ৭ আগস্ট ২০১৫

বিএসএফের পিটুনিতে বাংলাদেশী নিহত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৬ আগস্ট ॥ বৃহস্পতিবার ভোরে নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের নির্যাতনে ১ বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। নিহত যুবক উপজেলার মনোহরপুর গ্রামের মৃত সুফলের পুত্র শ্রী জারিয়া বাস্কে (৩০)। বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় তিনি অন্যান্য গরু ব্যবসায়ীর সঙ্গে চোরাই পথে গরু আনতে ভারতে যান। বুধবার শেষ রাতে তিনি ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে ফিরছিলেন। তিনি ২৩০ নং সীমান্ত পিলারের কাছ দিয়ে ফেরার সময় সীমান্তের ওপারে ভারতের জতজগনপুর ক্যাম্পের বিএসএফ ৩১ ব্যাটালিয়নের সদস্যরা তাঁকে আটক করে বেদম মারপিট করে। বিএসএফের মারপিটে তিনি ঘটনা- স্থলেই মারা যান। পরে তাঁর সঙ্গীরা জারিয়াকে মৃত অবস্থায় উদ্ধার করে এপারে নিয়ে আসে। এ বিষয়ে পোরশার নিতপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার সালেহ আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জারিয়ার লাশ উদ্ধার করে পোরশা থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি নওগাঁর পতœীতলা ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম পিএসসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে বিএসএফের কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।
×