ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকারী দলের নাম ভাঙ্গিয়ে সংখ্যালঘুদের সম্পত্তি জবরদখল চলছে

প্রকাশিত: ০৬:৪৬, ৭ আগস্ট ২০১৫

সরকারী দলের নাম ভাঙ্গিয়ে সংখ্যালঘুদের সম্পত্তি জবরদখল চলছে

স্টাফ রিপোর্টার ॥ সরকারী দলের নাম ভাঙিয়ে সংখ্যালঘুদের সম্পত্তি জবরদখলের উন্মত্ততা চলছে বলে অভিযোগ করেছেন হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের নেতারা। সরকারী দলের পরিচয়ে সংখ্যালঘুদের বাড়িঘর, দোকানপাট, চায়গাজমি, দেবোত্তর, গির্জা ও বিহারের সম্পত্তি অবৈধভাবে দখল চলছে। এ পরিস্থিতির উন্নতি না হলে আগামী নির্বাচনে এর উপযুক্ত জবাব দেয়া হবে বলেও হুমকি দিয়েছেন তারা। সরকার ও সকল রাজনৈতিক দলে ‘সংখ্যালঘু সেল গঠন’ করে দ্রুততার সঙ্গে বিশেষ বিবেচনায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দেশের সর্বশেষ সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রানা দাশগুপ্ত। তিনি বলেন, চলতি বছর ৯৬ দিনের রাজনৈতিক আন্দোলনের নামে আপামর বাঙালী জনগোষ্ঠীর ওপর রাজনৈতিক সহিংসতার রেশ কাটতে না কাটতেই সরকারী দলের নাম ভাঙিয়ে সংখ্যালঘুদের সম্পত্তি দখলের উন্মত্ততা চলছে।
×