ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নেসলের আয়োজন

‘ব্রেস্টফিডিং : দ্য গোল্ড স্ট্যান্ডার্ড’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার

প্রকাশিত: ০৬:৪৭, ৭ আগস্ট ২০১৫

‘ব্রেস্টফিডিং : দ্য গোল্ড স্ট্যান্ডার্ড’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার

‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ’ উপলক্ষে ‘পুষ্টি মাস’ উদযাপন করছে নেসলে বাংলাদেশ লিমিটেড। উদযাপনের অংশহিসেবে বৃহস্পতিবার ঢাকায় নেসলে বাংলাদেশ, এর প্রধান কার্যালয়ে ‘ব্রেস্টফিডিংঃ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড’ শীর্ষক একটি বৈজ্ঞানিক সেমিনার আয়োজন করে। সেমিনারে স্বাস্থ্য খাতের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেমিনার সভাপতিত্ব করেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক (ডাঃ) মোঃ মনিরুজ্জামান ভূঁইয়া, প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য ও সমাজ কল্যাণবিষয়ক উপদেষ্টা অধ্যাপক (ডাঃ) সৈয়দ মোদাচ্ছের আলী, বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসরিন আহমেদ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। সেমিনারে উপস্থিত অতিথিবৃন্দ ও নেসলের প্রতিনিধিগণ মা ও শিশুস্বাস্থ্যবিষয়ক স্মরণিকা ‘ব্রেস্টফিডিংঃ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড’ উন্মোচন করেন। নেসলে নিউট্রিশন ইনস্টিটিউট প্রকাশিত স্মরণিকাটি বাংলা ও ইংরেজীতে প্রকাশ করা হয়েছে। স্মরণিকাটি পাঁচ হাজার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর মধ্যে বিতরণ করা হবে। -বিজ্ঞপ্তি ভিয়েনায় শেখ কামালের জন্মবার্ষিকী পালিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র ছাত্র-যুব নেতা, ক্রীড়া, নাট্য ও সাংস্কৃতিক সংগঠক এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার অস্টেলগাসে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রিয়া আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সহ-সভাপতি আকতার হোসেন। পরিচালনা করেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম, সহ-সভাপতি রুহি দাস সাহা, বখতিয়ার রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল হক, আইন বিষয়ক সম্পাদক মাহবুব খান সামীম প্রমুখ। -বিজ্ঞপ্তি
×