ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাব্বির বিজয়দের নিয়ে চলছে এইচপির কার্যক্রম

প্রকাশিত: ০৭:০২, ৭ আগস্ট ২০১৫

সাব্বির বিজয়দের নিয়ে চলছে এইচপির কার্যক্রম

স্পোর্টস রিপোর্টার ॥ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হাইপারফর্মেন্স ইউনিটের কার্যক্রম চলছে পুরোদমে। সেখানে অন্য ক্রিকেটারদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাব্বির রহমান রুম্মন ও এনামুল হক বিজয়ও। হাইপারফর্মেন্স ইউনিটের প্রধান কোচ ম্যাল লয়ের তত্ত্বাবধানেই চলছে এ কার্যক্রম। হাইপারফর্মেন্স দলে সাব্বির, বিজয়সহ রনি তালুকদার, লিটন কুমার দাসও আছেন। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য খেলোয়াড়দের গড়ে তুলতে গঠিত হাইপারফর্মেন্স দলে জায়গা পেয়েছেন ২২ জন। এদের নিয়ে চলছে কার্যক্রম। হাইপারফর্মেন্স প্রোগ্রামের কার্যক্রম শুরু হয়েছে জুন থেকে। তা চলছে সেপ্টেম্বর পর্যন্ত। নিবিড় অনুশীলনেই আছেন ক্রিকেটাররা। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য সেরা খেলোয়াড় তৈরিই হাইপারফর্মেন্স প্রোগ্রামের লক্ষ্য। হাইপারফর্মেন্স প্রোগ্রামের ডিরেক্টর অব কোচিং হিসেবে আছেন ইংলিশ কোচ পল টেরি। মহাব্যবস্থাপক হিসেবে আছেন অস্ট্রেলিয়ার ট্রেনার স্টুয়ার্ট কার্পিনেন। হাইপারফর্মেন্স প্রোগ্রামে স্থানীয় কোচদের মধ্যে আছেন সারওয়ার ইমরান, এহসান, ওয়াহিদুল হক ও গোলাম মর্তুজা। এছাড়া উপদেষ্টা হিসেবে থাকবেন মোহাম্মদ রফিক ও খালেদ মাসুদ পাইলট। আগামী মৌসুমে বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী নতুন ব্যাচ গঠন করাই হচ্ছে এ কার্যক্রমের লক্ষ্য। প্রতি খেলোয়াড়ের অনুশীলনের সব তথ্য সংরক্ষণ করা হচ্ছে। খেলোয়াড়দের অনুশীলনের বিষয়ে প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহের সঙ্গে আলোচনাও করা হচ্ছে। হাইপারফর্মেন্স দলে আছেনÑ রনি তালুকদার, লিটন দাস, সাদমান ইসলাম, তাসামুল হক, মাহমুদুল হাসান, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, তাইবুর রহমান, জুবায়ের হোসেন, সাকলাইন সজীব, নিহাদ-উজ-জামান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ চৌধুরী, শুভাশীষ রায়, মেহেদি হাসান, কামরুল ইসলাম, দেওয়ান সাব্বির আহমেদ, নুরুল হাসান, জাবিদ হোসেন ও ইরফান শুক্কুর।
×