ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রিমিয়ার ফুটবলে শেখ জামালের স্বস্তির জয়

প্রকাশিত: ০৭:০৪, ৭ আগস্ট ২০১৫

প্রিমিয়ার ফুটবলে শেখ জামালের স্বস্তির জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ‘জামাল তুমনে কামাল কিয়া!’ বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা শেষে গ্যালারি ছেড়ে চলে যাওয়ার সময় এক রসিক দর্শকের মন্তব্য এটি। ‘মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবলে অবশ্য ম্যাচ জয়টি মোটেও মধুর ছিল না শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেডের। কেননা এক গোলে পিছিয়ে থেকে অনেক ঘাম ঝরিয়েই তারা ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। নিজেদের উনবিংশ ম্যাচে এটা জামালের পঞ্চদশ জয়। ৪৮ পয়েন্ট তাদের। গত ম্যাচেই মোহামেডানকে হারিয়ে লীগ শিরোপা অক্ষুণœ রেখেছে তারা। পক্ষান্তরে সমান ম্যাচে এটা মুক্তির অষ্টম হার। ২৫ পয়েন্ট নিয়ে আগের ষষ্ঠ স্থানেই আছে তারা। ‘দুই ম্যাচ আগেই আমাদের লীগ শিরোপা নিশ্চিত হয়ে গেলেও বাকি ম্যাচগুলোতেও আমরা অবশ্যই সিরিয়াস মনোভাব নিয়েই খেলতে নামব।’ খেলার আগে এমনটাই বলেছিলেন জামালের ম্যানেজার আনোয়ারুল হক হেলাল। তার কথাকে সত্যি প্রতিপন্নই করেছে মামুনুলরা। যদিও লীগ শিরোপা আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় এবং কদিন পরেই কিরগিজস্তানে ‘এএফসি কাপ’-এ খেলতে যাওয়ায় জামাল এদিন তাদের সেরা একাদশ নামায়নি। খেলায় এক গোল খাওয়ার পরই কোচ জোসেফ আফুসি কোন ঝুঁকি না নিয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নামান দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার মামুনুল ইসলামকে। তাতেই দলের খেলার ধার বাড়ে জামালের। তুলে নেয় টানা দুই গোল এবং কুড়িয়ে নেয় কষ্টার্জিত ও স্বস্তির জয়। ৩৪ মিনিটে মুক্তির সেনেগালের ফরোয়ার্ড কামারা সার্বা লিড এনে দেন দলকে (১-০)। ৬০ মিনিটে মামুনুল ইসলামের দর্শনীয় ভলি এমেকা ডার্লিংটনের গায়ে লেগে গোল হলে সমতায় ফেরে জামাল (১-১)। এটা এমেকার লীগে ব্যক্তিগত অষ্টাদশ গোল, যা চলমান লীগে সর্বোচ্চ। ৮৯ মিনিটে জামালের ফরোয়ার্ড তকলিস আহমেদের পাসে গাম্বিয়ান মিডফিল্ডার ল্যান্ডিং ডার্বোয়ে প্লেসিং করে গোল করলে লিড নেয় জামাল (২-১)। শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা। চেলসির হার স্পোর্টস রিপোর্টার ॥ কমিউনিটি শিল্ডে আর্সেনালের কাছে হেরে শিরোপা খোয়ানো চেলসি এবার নিজেদের মাঠেও হার মেনেছে। ইন্টারন্যাশনাল চাম্পিয়ন্স কাপের শেষ ম্যাচে লন্ডনের স্টামফোর্ড ব্রিজে দ্য ব্লুজদের ১-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে ইতালিয়ান ক্লাব ফিওরেন্টিনা। বিজয়ী দলের হয়ে জয়সূচক গোলটি করেন গঞ্জালো জ্যাভিয়ের রড্রিগুয়েজ। টানা দুই হারের কারণে প্রাক-মৌসুম প্রস্তুতি মোটেও সুখকর হলো না চেলসির। ফিওরেন্টিনার বিপক্ষে ম্যাচে চেলসি কোচ জোশে মরিনহো নয় ফুটবলার বদলি করেও হার এড়াতে পারেননি। ইতালিয়ান ক্লাবটির প্রস্তুতি অবশ্য দুর্দান্ত হয়েছে। এর আগে গত মৌসুমের ট্রেবল জয়ী বার্সিলোনার বিপক্ষে ২-১ গোলের জয় পায় ফিওরেন্টিনা।
×