ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে শুরু হয়েছে বিমানবন্দর উন্নয়ন কাজ

প্রকাশিত: ০৭:২৭, ৭ আগস্ট ২০১৫

কক্সবাজারে শুরু হয়েছে বিমানবন্দর উন্নয়ন কাজ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার এক মাসের মধ্যে শুরু হয়েছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উন্নয়ন কাজ। প্রায় সাড়ে ৫শ’ কোটি টাকা ব্যয় নির্ধারণে প্রকল্প কাজের এখন মবিলাইজেশনের কাজ চলছে। সোমবার থেকে শুরু হওয়া এ কাজ শেষ হতে ৪-৫ মাস সময় লাগতে পারে বলে জানা গেছে। এরপর শুরু হবে বিমানবন্দরের মূল কাজ। প্রকল্পটি বাস্তবায়ন করছে কুরিয়ান কোম্পানি হল্লা কর্পোরেশন। প্রকল্প পরিচালক হাসিবুর রহমান হাসিব বলেন, ইতোমধ্যে নির্মাণ সামগ্রী আনা শুরু হয়েছে। সেটআপের কাজ চলছে বর্তমানে। প্রকল্পটি অনেক বড়, তাই মবিলাইজেশন কাজ শেষ হতে সময় লাগতে পারে। তাছাড়া এক মাস আগে উদ্বোধন হলেও বর্ষার কারণে প্রকল্প বাস্তবায়নে হাত দিতে একটু বিলম্ব হয়েছে। গত ২ জুলাই গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্র জানায়, সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে বিএনপি-জামায়াতের কতিপয় নেতা বিভিন্নভাবে বিরোধিতা করেছে। কাজ বন্ধকল্পে নানা প্ররোচনা দিয়ে স্থানীয় বসতিদের খেপিয়ে তোলার ব্যর্থ চেষ্টা চালিয়েছে। অবশেষে ২ জুলাই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণার এক মাসের মাথায় শুরু হয়েছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উন্নয়ন কাজ। এতে অত্যন্ত খুশি হয়েছেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের বাসিন্দারা। বেসরকারী বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সরকারী-বেসরকারী সংস্থার আওতায় প্রথম পর্যায়ে বিমানবন্দরের রানওয়ে বর্ধিতকরণ ও প্রশস্তকরণের পুরো কাজ শেষ হতে সময় লাগবে কমপক্ষে ৩০ মাস। বগুড়ায় কলেজ ছাত্রী ধর্ষণের শিকার স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শহরের শেরেবাংলা নগর এলাকায় এক কলেজছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে। পুলিশ বৃহস্পতিবার সকালে ধর্ষণের অভিযোগে সাদেকুল ইসলাম শুভ (১৯) নামে এক কলেজ ছাত্রকে আটক করেছে। পুলিশের কাছে সে ধর্ষণের কথা স্বীকার করেছে। পুলিশ জানায়, শহরের কাটনারপাড়া এলাকার ওই তরুণী এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। সে কোচিং করার জন্য জহুরুল নগর এলাকার এক শিক্ষকের বাসায় যাওয়ার উদ্দেশে বুধবার দুপুরে বাড়ি থেকে বের হয়। পথে বগুড়া সরকারী আযিযুল হক কলেজের পিছনের সড়কে জহুরুল নগর এলাকায় সাদেকুল ইসলাম শুভ তার পথরোধ করে। এক পর্যায়ে জোরপূর্বক তাকে রিক্সা থেকে নামিয়ে পাশের শেরেবাংলা নগর এলাকার কাব্য ভিলা নামে একটি মেসে নিয়ে যায় এবং ছুরির ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
×