ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভায় চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্

প্রকাশিত: ০৮:০৯, ৭ আগস্ট ২০১৫

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভায় চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের এক সভা অনুষ্ঠিত হয়। ট্রাস্টের চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। খবর বাসসর। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম জানান, সভায় ট্রাস্টের বিভিন্ন কর্মকা- পর্যালোচনা করা হয় এবং চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় ট্রাস্টের সদস্যরা উপস্থিত ছিলেন। এক কোটি টাকা দিল মধুমতি ব্যাংক ॥ কর্পোরেট সামাজিক দায়িত্বের (সিএসআর) অংশ হিসেবে মধুমতি ব্যাংক কর্তৃপক্ষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টকে ১ কোটি টাকা প্রদান করেছে। ট্রাস্টের চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে এ অর্থের চেক গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে বিভিন্ন কর্মকা- চালিয়ে যাওয়ার জন্য মধুমতি ব্যাংক বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টকে এ অর্থ প্রদান করেছে। এ সময় অন্যদের মধ্যে সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ব্যাংকের চেয়ারম্যান হুমায়ুন কবির ও ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
×