ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী

টুঙ্গিপাড়ায় চট্টগ্রামের মেজবান

প্রকাশিত: ০৪:৩১, ৮ আগস্ট ২০১৫

টুঙ্গিপাড়ায় চট্টগ্রামের মেজবান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে পোগালগঞ্জের টুঙ্গিপাড়ায় এবারও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। এবার টুঙ্গিপাড়া এবং চট্টগ্রাম মিলে মোট ৩০ হাজার মানুষের খাবারের আয়োজন থাকবে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। পিরোজপুরে জমি নিয়ে হামলা, লুট গ্রেফতার চার নিজস্ব সংবাদদাতা,পিরোজপুর, ৭ আগস্ট ॥ জিয়ানগরে জমি দখল নিয়ে প্রতিপক্ষের হামলা, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও মালামাল লুটের ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার পত্তাশী গ্রামের হাছানিয়া মাদ্রাসা মোড়ে স্থানীয় বেলাল ও তার লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষ মাস্টার আলী আকাব্বর আকনের ওপর হামলা চালায় এবং তার জমিসহ দোকানঘর দখল করে এবং দোকানের মালামাল ও নগদ টাকা লুট করে। এ সময় তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে তাদের প্রতিরোধের মুখে বেলাল বাহিনী ঘটনাস্থল ত্যাগ করে। স্বেচ্ছাশ্রমে বাঁধ সংস্কার নিজস্ব সংবাদদাতা, কুতুবদিয়া, ৮ আগস্ট ॥ জোয়ার থেকে বাঁচতে কক্সবাজারের দ্বীপ-কুতুবদিয়ার মানুষ শুক্রবার দ্বিতীয়দিনের মতো স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধ সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত ৪০ মিটার বাঁধ সংস্কার করেছে তারা। সমুদ্র শান্ত থাকায় পরবর্তী ‘জো’ না হওয়া পর্যন্ত ভাঙ্গা অংশের কাজ চালিয়ে যাবে বলে জানান তারা। ঘূর্ণিঝড় কোমেন, পূর্ণিমার জোয়ার ও একমাসের টানা ভারি বর্ষণে উত্তর ধূরুং ইউনিয়নের পূর্ব চরধূরুং এলাকায় প্রায় দু’কিলোমিটার বেড়িবাঁধের ভাঙ্গা অংশে সরাসরি জোয়ারের পানি ঢুকে মারাত্মক ক্ষতির শিকার হয়। সুইচ ও বোর্ড খুলে প্রতিবাদ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৭ আগস্ট ॥ ভাল ইলেক্ট্রিক সামগ্রী দেয়া বাবদ টাকা নিয়ে নিম্নমানের সামগ্রী দেয়ায় মেইন সুইচ ও সুইচ বোর্ড খুলে স্থানীয় নেতার বিরুদ্ধে প্রতিবাদ করেছে গ্রামবাসী। শুক্রবার ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কাইমুদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামে এ প্রতিবাদের ঘটনা ঘটে। প্রতিবাদে ওই গ্রামের শতাধিক মেইন সুইচ ও বোর্ড খুলে রাস্তায় দাঁড়িয়ে যায় কয়েক শত এলাকাবাসী। জানা যায়, ৫ বছর প্রতিক্ষার পর বিদ্যুত পেতে যাচ্ছিল তারা। সুইচ ও বোর্ড খুলে প্রতিবাদ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৭ আগস্ট ॥ ভাল ইলেক্ট্রিক সামগ্রী দেয়া বাবদ টাকা নিয়ে নিম্নমানের সামগ্রী দেয়ায় মেইন সুইচ ও সুইচ বোর্ড খুলে স্থানীয় নেতার বিরুদ্ধে প্রতিবাদ করেছে গ্রামবাসী। শুক্রবার ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কাইমুদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামে এ প্রতিবাদের ঘটনা ঘটে। প্রতিবাদে ওই গ্রামের শতাধিক মেইন সুইচ ও বোর্ড খুলে রাস্তায় দাঁড়িয়ে যায় কয়েক শত এলাকাবাসী। জানা যায়, ৫ বছর প্রতিক্ষার পর বিদ্যুত পেতে যাচ্ছিল তারা।
×