ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এইচএসসির ফল প্রকাশ কাল

প্রকাশিত: ০৫:৫৯, ৮ আগস্ট ২০১৫

এইচএসসির ফল প্রকাশ কাল

বিভাষ বাড়ৈ ॥ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে আগামীকাল রবিবার। এদিকে এ পরীক্ষার ফল থেকেই আর থাকছে না সেরা প্রতিষ্ঠানের (টপ-২০, টপ-১০) তালিকা। সেরা হতে অসংখ্য প্রতিষ্ঠান প্রশ্ন ফাঁসসহ অনৈতিক পন্থা অবলম্বন করার প্রেক্ষাপটে সকল পাবলিক পরীক্ষাতেই সেরা প্রতিষ্ঠান নামে তালিকা প্রকাশ বন্ধ হচ্ছে। এছাড়া শীঘ্রই বড় ধরনের পরিবর্তন আসছে পাবলিক পরীক্ষার ফল প্রকাশের পদ্ধতিতেও। আগামীকালের এইচএসসিতে না হলেও পরবর্তী পরীক্ষার ফল থেকেই শিক্ষার্থীদের ট্রান্সক্রিপ্টে জিপিএর সঙ্গে প্রাপ্ত নম্বরও জানিয়ে দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে। জানা গেছে, এক পরীক্ষার্থীর রিট আবেদনে হাইকোর্টের দেয়া রায়ের প্রেক্ষাপটে প্রাপ্ত নম্বর প্রকাশের চিন্তাভাবনা চলছে। আদালতের রায়কে ইতিবাচক ধরেই কাজ শুরু করেছে শিক্ষা বোর্ড। আগামীকালের ফল প্রকাশের বিষয় সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কাছে অনুলিপি হস্তান্তরের পর দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সারাদেশের ফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষামন্ত্রী বলেছেন, বিগত বছরগুলোতে ৬০ দিনের মধ্যে এসএসসি ও এইচএসসির ফল প্রকাশ করে আসছি। ১০ আগস্ট এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে। তার আগেই ৯ আগস্ট ফল প্রকাশ করব। ফল প্রকাশের জন্য সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। এবারও অনলাইনে এবং মোবাইল ফোনে এসএমএস করে ফল পাওয়া যাবে। রীতি অনুসারে ওইদিন সকালে শিক্ষামন্ত্রী বিভিন্ন শিক্ষা বের্ডের চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলের অনুলিপি হস্তান্তর করেন। এ সময় প্রধানমন্ত্রী দুটি কলেজের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলে ওই প্রতিষ্ঠানের ফল প্রকাশ করবেন। এ বছর বিএনপি-জামায়াত জোটের হরতাল অবরোধে নাশকতার শঙ্কা নিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় বসেছিল ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন পরীক্ষার্থী। গত বছরের তুলনায় এবার মোট পরীক্ষার্থী কমেছে ৬৭ হাজার ৪৯০ জন। ১১ জুন পর্যন্ত চলে লিখিত পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষা হয় ১৩ থেকে ২২ জুন পর্যন্ত। এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবারই প্রথম তথ্যপ্রযুক্তি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিকে এবারের ফল প্রকাশের মধ্য দিয়েই বাতিল হচ্ছে সেরা প্রতিষ্ঠানের (টপ-২০, টপ-১০) তালিকা নির্ধারণ প্রক্রিয়া। সেরা হতে অনেক প্রতিষ্ঠান প্রশ্ন ফাঁসসহ নানা অনৈতিক পন্থা অবলম্বন করছে বলে পাবলিক পরীক্ষায় এ তালিকা থাকছে না বলে ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এবারের এইচএসসি পরীক্ষার ফল থেকেই এটা কার্যকর হচ্ছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোঃ আবু বকর ছিদ্দিকি জানিয়েছেন, এবার এইচএসসি পরীক্ষার ফলেই সেরা প্রতিষ্ঠানের তালিকা থাকছে না। বোর্ডগুলোর পাসের হারসহ অন্য বিষয়গুলোই স্থান পাবে ফলের সার-সংক্ষেপে। প্রতিবছর এইচএসসিতে বোর্ডভিত্তিক সেরা ২০ ও জেলাভিত্তিক সেরা ১০ প্রতিষ্ঠানের তালিকা করা হয়। বোর্ডগুলোর অধীনে নেয়া অন্যান্য পাবলিক পরীক্ষায়ও এ পদ্ধতি অনুসরণ করা হচ্ছিল গত কয়েক বছর ধরে।
×