ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পেঁয়াজের দাম কমেছে উর্ধমুখী ডিম ও সবজি বাজার

প্রকাশিত: ০৬:০৬, ৮ আগস্ট ২০১৫

পেঁয়াজের দাম কমেছে উর্ধমুখী ডিম ও সবজি বাজার

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রতিকেজিতে ৫ টাকা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকায়। হালিতে ৬ টাকা বেড়ে ৩৪-৩৬ টাকায় বিক্রি হচ্ছে ডিম। ইলিশ বিক্রি হচ্ছে বাড়তি দামে আর বাজারে মিলছে না বর্ষার মাছ। শাক-সবজির দামও উর্ধমুখী। স্বস্তি আছে চাল, ডাল, আটা ও চিনির বাজারে। ভোজ্যতেলের দাম বেড়েছে। কমেছে ব্রয়লার মুরগির দাম। শুক্রবার রাজধানীর কাপ্তানবাজার, কাওরানবাজার, ফকিরাপুল বাজার ও মালিবাগ বাজার ঘুরে নিত্যপণ্যের দরদামের এসব তথ্য পাওয়া গেছে। বাজারে কিছু পণ্যের দাম স্থিতিশীল থাকলেও বেশিরভাগ পণ্যের দাম বাড়ায় ভোক্তাদের অস্বস্তি বেড়েছে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বাজারে এসে নিত্যপণ্যের দরদাম শুনেই অনেক ক্রেতা বিরক্ত হয়েছেন। পেঁয়াজের দাম কিছু কমলেও এখনও বাড়তি দামে বিক্রি হচ্ছে। কবে নাগাদ দাম আরও কমবে সেই তথ্য নেই বিক্রেতার কাছেও। ব্রয়লার মুরগির দাম কমলেও বেড়ে যাচ্ছে ডিমের দাম। প্রতিহালিতে ৪-৬ টাকা পর্যন্ত দাম বেড়ে গেছে। ইলিশ মাছ বাজারে নেই বললেই চলে। হাতে গোনা যা আছে তা বিক্রি হচ্ছে উচ্চদামে। মাঝারি সাইজের একজোড়া ইলিশ বিক্রি হচ্ছে আড়াই হাজার টাকা পর্যন্ত। বর্ষকালে বাজারে দেশী মাছের সরবরাহ নেই। এ কারণে দেশী মাছও বিক্রি হচ্ছে বেশি দামে। ছোট টেংরা প্রতিকেজি বিক্রি হচ্ছে ৪০০-৫০০ টাকায়। সাইজ একটু বড় হলে ৭০০-৮০০ টাকা বিক্রি হচ্ছে প্রতিকেজি টেংরা মাছ। এছাড়া অন্যান্য ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে।
×