ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রথম অবস্থায় ২ কোর্ট

সিলেটের আদালত থেকে শুরু হচ্ছে ডিজিটালাইজেশন কার্যক্রম

প্রকাশিত: ০৬:২৩, ৮ আগস্ট ২০১৫

সিলেটের আদালত থেকে শুরু হচ্ছে ডিজিটালাইজেশন কার্যক্রম

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ আগামী এক মাসের মধ্যে সিলেটের কয়েকটি আদালতে ডিজিটালাইজেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে। প্রথম অবস্থায় সিলেট জেলা ও মহানগর জজশিপের আওতাভুক্ত ২০ কোর্টকে ডিজিটালাইজেশন করা হবে। বৃহস্পতিবার রাতে সিলেটে বিচার বিভাগীয় বিশেষ সম্মেলনে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এ ঘোষণা দেন। সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বিচারপতি বলেন, ডিজিটালাইজেশনের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া আরও গতিশীল হবে। চলতি বছরের প্রথম দুই কোয়ার্টারে মামলা নিষ্পত্তির প্রতিবেদনে সন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি আদালতগুলোয় মামলাজট নিরসনে বিচারিক প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের আন্তরিক হওয়ার তাগিদ দেন। প্রধান বিচারপতি আরও বলেন, বিচার বিভাগের আধুনিকায়ন ও গতিশীলতা আনয়নের লক্ষ্যে বর্তমানে যেসব উদ্যোগ নেয়া হচ্ছে, সেগুলো পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হলে মামলাজট নিরসনও সম্ভব হবে। হাইকোর্ট বেঞ্চ পুনর্স্থাপনে প্রধান বিচারপতির আশ্বাস সিলেট বিভাগ হাইকোর্ট বেঞ্চ স্থাপন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে শুক্রবার দুপুরে সিলেটে হাইকোর্ট বেঞ্চ পুনঃস্থাপনের দাবি সংবলিত স্মারকলিপি প্রদানকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অগ্রাধিকার ভিত্তিতে সিলেটে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের আশ্বাস দেন। সিলেট সার্কিট হাউজে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার হাতে কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী ও সদস্য সচিব এ্যাডভোকেট একেএম আলী আসগর স্মারকলিপি হস্তান্তর করেন। এ সময় সিলেটে হাইকোর্ট বেঞ্চ পুনর্স্থাপনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সিলেটের পিপি এ্যাডভোকেট মিসবাহউদ্দিন সিরাজ, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট একেএম শমিউল আলম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট অশোক পুরকায়স্থ, কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, সদস্য সচিব এ্যাডভোকেট একেএম আলী আসগর।
×