ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফেনী সকারের বিপক্ষে রাসেলের জয়

প্রকাশিত: ০৬:৩২, ৮ আগস্ট ২০১৫

ফেনী সকারের বিপক্ষে রাসেলের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে শেখ জামাল ধানম-ি ক্লাব চ্যাম্পিয়ন হয়ে গেছে আগেই। এখন কয়েকটি দল লড়ছে রানার্সআপ হওয়ার জন্য। সেই লড়াইয়ে সবার আগে আছে যে নামটি, সেই শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড শুক্রবার ৪-৩ গোলে হারিয়েছে ফেনী সকার ক্লাবকে। নিজেদের অষ্টাদশ ম্যাচে এটা রাসেলের দশম জয়। ৩৮ পয়েন্ট নিয়ে তারা আছে আগের দ্বিতীয় স্থানেই। ফেনী সকার সমান ম্যাচে দশমবার হারল। ১৮ পয়েন্ট নিয়ে আগের সপ্তম স্থানেই রয়ে গেল তারা। ১১ মিনিটে সোহেল মিয়ার গোলে এগিয়ে যায় ফেনী সকার (১-০)। ২৪ মিনিটে একক প্রচেষ্টায় বল নিয়ে সকারের জালে পাঠান মিঠুন (১-১)। ৫০ মিনিটে বক্সের বাঁপ্রান্ত থেকে রাসেলের কিংসলের উড়ন্ত ক্রসে হেড দিয়ে লক্ষ্যভেদ করেন পল এমিল (২-১)। ৫২ মিনিটে ব্যবধান বাড়ান রাসেলের জাহিদ হাসান এমিলি (৩-১)। ৫৭ মিনিটে সকারের আলী হোসেন ব্যবধান কমান (২-৩)। ৬০ মিনিটে আব্দুল্লাহ আল মামুন ম্যাচে সমতা আনেন (৩-৩)। ইনজুরি টাইমে কিংসলে চিগুজির গোলে আবারও এগিয়ে যায় রাসেল (৪-৩)। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রাসেল। বিস্ময় বালিকা আলজাইন রাশিয়ার কাজানে চলছে বিশ্বচ্যাম্পিয়নশিপস সাঁতার। বিস্ময় সৃষ্টি করল এ আসরে বাহরাইনের এক বালিকা। মাত্র ১০ বছর বয়সী আলজাইন তারেক ৫০ মিটার বাটারফ্লাইয়ের হিটে লড়েছে বিশ্ব সাঁতারের দুই তারকা কেট ক্যাম্পবেল ও সারাহ সিওস্ট্রমের সঙ্গে। মধ্যপ্রাচ্যের এ স্কুল বালিকা অবশ্য সবার পরে শেষ করেছেন ৪১.১৩ সেকেন্ড সময় নিয়ে। এতদিন বিশ্ব সাঁতারে বয়সের একটা সীমাবদ্ধতা থাকলেও যে কোন বয়সের সাঁতারুরা বিশ্ব আসর কিংবা অলিম্পিকে প্রতিযোগিতা করতে পারবে বলে জানিয়ে দিয়েছে বিশ্ব সাঁতারের নিয়ন্ত্রক সংস্থা ফিনা (এফআইএনএ)। বয়সে ছোট্ট এবং এই প্রথম এত বড় আসরে প্রতিযোগিতায় নামার পর দারুণ উচ্ছ্বসিত এ বালিকা পরিষ্কার ইংরেজীতে সংবাদ সম্মেলনে বলে, ‘আমার পরবর্তী লক্ষ্য অলিম্পিকে সাঁতরানো, কিন্তু তখন আমি সবার শেষে থাকতে চাই না।’ সিওস্ট্রম কিংবা ক্যাম্পবেল থেকে সবার নজরই কেড়ে নিয়েছিল এ বিস্ময় বালিকা। বিভিন্ন গণমাধ্যম কর্মীরা তার সাক্ষাতকার ও ক্যামেরায় ছবি নিতে হুমড়ি খেয়ে পড়েছিলেন।
×