ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাঙ্গাকারার জন্য জিততে চাই ॥ ম্যাথুস

প্রকাশিত: ০৬:৩৩, ৮ আগস্ট ২০১৫

সাঙ্গাকারার জন্য জিততে চাই ॥ ম্যাথুস

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক ক্রিকেটে আর মাত্র কয়েকদিন থাকবেন শ্রীলঙ্কার অন্যতম ব্যাটিং স্তম্ভ কুমার সাঙ্গাকারা। ইতোমধ্যেই দেশের ক্রিকেটে যে অবদান রেখেছেন নিজেকে কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠা করে ফেলেছেন। কিন্তু কিছুদিন পরেই এই কিংবদন্তিকে হারাতে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট। ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। আর ইতোমধ্যেই একদিনের ক্রিকেট থেকে অবসরে গেছেন। ফলে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্ট থেকেই প্রথমবারের মতো দলের অন্যতম দুই ব্যাটিং স্তম্ভ মাহেলা জয়াবর্ধনে ও সাঙ্গাকারাকে ছাড়াই মাঠে নামতে হবে শ্রীলঙ্কাকে। আগেই জয়াবর্ধনে অবসর নিয়েছেন। সাঙ্গাকাররা বিদায়ী এ সিরিজটা যে কোন মূল্যে জিততে চায় লঙ্কানরা। কারণ সেটা হবে সাঙ্গার জন্য বিদায়ী উপহার। এমনটাই জানালেন শ্রীলঙ্কার অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুস। এবার অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছিলেন সাঙ্গাকারা। টানা চার সেঞ্চুরি করে ক্রিকেটের সবচেয়ে বড় এ আসরটির নতুন রেকর্ড স্থাপন করেন তিনি। বিশ্বকাপে সাঙ্গাকারা একক নৈপুণ্যে দলকে টেনে নিয়ে গেছেন। তবে এমন অপরিহার্য ব্যাটসম্যান বিশ্বকাপের আগেই জানিয়ে দিয়েছিলেন আসর শেষেই ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারও শেষ করবেন। তাই করেছেন। বিশ্বকাপ শেষে জানিয়ে দিয়েছিলেন বেশি দিন থাকবেন না টেস্ট ক্রিকেটেও। অবশেষে সেই সময়টাও উপস্থিত হয়ে গেছে। আগামী বুধবার থেকে সফরকারী ভারতের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ। আর এ সিরিজেই বিদায় ঘটবে সাঙ্গাকারার। কলম্বোয় দ্বিতীয় টেস্ট খেলেই টেস্ট ক্রিকেট থেকে অবসরে চলে যাবেন তিনি। ২০ আগস্ট শুরু হবে দ্বিতীয় টেস্ট। সাঙ্গাকারাকে বিদায় উপহার দিতেই এবার ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জিততে মরিয়া লঙ্কানরা। এ বিষয়ে অধিনায়ক ম্যাথুস বলেন, ‘এ সিরিজটি আমাদের জিততেই হবে। কারণ এটি গ্রেট সাঙ্গাকারার শেষ সিরিজ।’ গলে বুধবার থেকে শুরু হবে শ্রীলঙ্কা-ভারত প্রথম টেস্ট। সাঙ্গাকারার জন্য জয়ের যে লক্ষ্য নিয়ে নামার কথা বলছেন অধিনায়ক ম্যাথুস নিজেই প্রথম টেস্টে অনিশ্চিত।
×