ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত ৫

প্রকাশিত: ০৬:৩৮, ৮ আগস্ট ২০১৫

পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত ৫

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের পার্বত্য এলাকায় যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় কমপক্ষে পাঁচজন নিহত ও তিনজন আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে এই ড্রোন হামলা চালানো হয় বলে দেশটির সংবাদ গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। উত্তর ওয়াজিরিস্তানের দাত্তাখেলে হাক্কানি নেটওয়ার্কের সদরদফতর লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত সংলগ্ন উত্তর ওয়াজিরিস্তান একটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চল। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হাক্কানি নেটওয়ার্কের একটি বৈঠককে লক্ষ্য করে এই হামলা চালানো হলে হতাহতের এই ঘটনা ঘটে। হামলার আগে ও পরে ওই অঞ্চলের আকাশে যুক্তরাষ্ট্রের ড্রোনগুলো টহল দিতে থাকলে স্থানীয় অধিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অসুস্থতার কারণে হাক্কানি নেটওয়ার্কের প্রধান জালালুদ্দিন হাক্কানি এক বছর আগেই মারা যাওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার এক সপ্তার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। -ওয়েবসাইট ২ হাজার ডলারের হেডফোন! প্রযুক্তির বাজারে সস্তা হেডফোন অনেক। সাধের স্মার্টফোন বা ডিভাইসের আসল হেডফোন হারিয়ে গেলে বা নষ্ট হলে সবাই বেছে নেন সস্তা হেডফোন। এ অবস্থায় ২ হাজার ডলার মূল্যের হেডফোন বাজারজাত করেছে মার্কিন প্রতিষ্ঠান ‘অডিজ’। জটিল কারিগরি গঠনই এর দাম বেশি হওয়ার কারণ নয় বরং মান বাহ্যিক ডিজাইনে ব্যয়বাহুল্য ও শব্দের গুণগত মানের জন্য। - সিএনএন নামকরণের ইতিহাস বিশ্বের নামকরা কোম্পানি গুগল এসেছে সোমালীয় এক মড়ড়মড়ষ থেকে। যার অর্থ এক শ’র দশ গুণ। অর্থাৎ ১ এর ডানে ১০০টি শূন্য। তেমনি আমাজন এসেছে ইংরেজী বর্ণমালার প্রথম অক্ষর অ থেকে। স্কাইপ এসেছে স্কাই পিয়ার টু পিয়ার। ক্যানন এসেছে কধিহড়হ থেকে, যার অর্থ করুণা বা ক্ষমার দেবতা। ল্যাটিন সোনাস থেকে সনি। সনি অর্র্থ সাউন্ড বা শব্দ। - ওয়েবসাইট
×