ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুপ্রীমকোর্টে জনকণ্ঠের মামলার আজ ফের শুনানি

প্রকাশিত: ০৬:০৪, ৯ আগস্ট ২০১৫

সুপ্রীমকোর্টে জনকণ্ঠের মামলার আজ ফের শুনানি

স্টাফ রিপোর্টার ॥ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর চূড়ান্ত রায় ঘিরে ‘সাকার পরিবারের তৎপরতা ॥ পালাবার পথ কমে গেছে’ শিরোনামে ১৬ জুলাই দৈনিক জনকণ্ঠে নিবন্ধ প্রকাশ করায় সুপ্রীমকোর্টের আপীল বিভাগের জারি করা রুলের আজ ফের শুনানি। আজ রবিবার দৈনিক জনকণ্ঠের সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ (এম.এ. খান মাসুদ) এবং নির্বাহী সম্পাদক স্বদেশ রায় আদালতে উপস্থিত থাকবেন। আপীল বিভাগের ১ নম্বর বেঞ্চের কার্যতালিকার ১ নম্বরেই বিষয়টি শুনানির জন্য রয়েছে। গত ২৯ জুলাই আদালত অবমাননার অভিযোগে জনকণ্ঠের সম্পাদক ও নির্বাহী সম্পাদককে তলব করে রুল জারি করেন আপীল বিভাগ। রুলে আদালত অবমাননার দায়ে তাদের বিরুদ্ধে কেন আইনী এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। এর পর গত সোমবার তারা আদালতে হাজির হয়ে জবাব দাখিলের জন্য ৩ মাস সময় চাইলে এক সপ্তাহ সময় দেন আপীল বিভাগ। আদালত (৯ আগস্ট) রবিবারের মধ্যেই জবাব দাখিলের জন্য আদেশ দেন।
×